কাতারকে (Qatar) ২-০ গোলে হেলায় হারিয়ে বিশ্বকাপ যুদ্ধের অভিযান শুরু করল দক্ষিণ আমেরিকার ইকুয়েডর (Ecuador)। জোড়া গোল করে 'ম্যাচের নায়ক' ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া (Enner Valencia)। ম্যাচের মাত্র ৩ মিনিটেই অস্বস্তি ধরিয়ে কাতার শিবিরে আঘাত হানেন তিনি, যদিও ভিএআরে অফসাইডে বাতিল হয় তার সেই অনবদ্য গোল। তবে তাঁকে থামিয়ে রাখা যায় নি।ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে এবং ম্যাচের ৩১ মিনিটে অনবদ্য হেডারে ইকুয়েডরের জয় নিশ্চিত করেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।
এই হারের সঙ্গে একটি রেকর্ড গড়ে ফেললো কাতার।২০০৬ সালের বিশ্বকাপ থেকে আয়োজক দেশ উদ্বোধনী ম্যাচ জিতে আসছিল। তবে কাতার ম্যাচটা সেই রেকর্ড ভেঙে দিল! বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার আয়োজক দেশ হার দিয়ে শুরু করল।
FULL-TIME | #QATECU#WorldsGreatestShow Day 1️⃣, Match 1️⃣, Goals -✌🏽@FEFecuador down hosts @QFA_EN in the #FIFAWorldCupQatar2022 opener - but it's a night to remember for all!#FIFAWorldCup #FIFAWConJioCinema #FIFAWConSports18 | @FIFAWorldCup pic.twitter.com/kj10zw9gdU
— Sports18 (@Sports18) November 20, 2022