দুবাই, ১ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে (Qatar FIFA World Cup 2022) বড় অঘটন। টুর্নামেন্টের ফেভারিট তথা গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম (Belgium) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। গ্রুপ ই থেকে নক আউটে উঠল ক্রোয়েশিয়া ও মরক্কো। নক আউটে যেতে হলে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্স ক্রোয়শিয়াকে হারাতেই হত বেলজিয়ামকে। লুকাকুরা অনেক সহজ গোলের সুযোগ নষ্ট করায়, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য করে ড্র করল বেলজিয়াম। অন্যদিকে, মরক্কো ২-১ গোলে কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল। প্রি কোয়ার্টারে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি/জাপান/কোস্টারিকা। অন্যদিকে, ক্রোটদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন।
ফিফা ক্রম তালিকায় ব্রাজিলের পিছনে দু নম্বরে থাকা বেলজিয়াম এবার কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডাকে হারালেও, মরক্কোর কাছে হেরে ও ক্রোটদের বিরুদ্ধে ড্র করে বিদায় নিল। গত রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দারুণ খেলে ব্রাজিলকে হারিয়ে ছিটকে দিয়েছিল বেলজয়াম। সেবার লুকাকু, দ্রে ব্রুইন, হ্য়াজার্ড, থিয়াবোসিসরা অনবদ্য ফুটবল খেলেছিলেন। কিন্তু এবার বেলজিয়াম ইউনিট হিসেবে পুরোপুরি ব্যর্থ হল। আরও পড়ুন-দেশের হারে উৎসব পালন করায় খুন ইরানের সমাজসেবক
দেখুন টুইট
Belgium's World Cup comes to an end! 😧
Morocco and Croatia advance to the Round of 16.#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/QmOMTX9chr
— Football on BT Sport (@btsportfootball) December 1, 2022
অন্যদিকে, কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো (৪ পয়েন্ট)। অন্যদিকে, একটা ম্যাচে জিতে দুটোতে ড্র করে গ্রুপ রানার্স হয়ে শেষ ষোলোয় উঠল গতবারের ফাইনালিস্ট ক্রোটরা। সেনেগালের পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। ১৯৮৬ বিশ্বকাপে শেষবার নক আউটে উঠেছিল মরক্কো।
গ্রুপ E-র পয়েন্ট তালিকা
মরক্কো: ৭ পয়েন্ট
ক্রোয়েশিয়া: ৫ পয়েন্ট
বেলজিয়াম: ৪ পয়েন্ট
কানাডা: ০ পয়েন্ট