Xavi Alanso. (Photo Credits: X)

FIFA Club World Cup 2025: চলতি মরসুমে বড় ব্যর্থতার পর কার্লো আন্সোলোত্তি (Carlo Ancelotti)-কে সরিয়ে জাভি আলোন্সো ( Xabi Alonso)-কে কোচ করেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। আগামী পয়লা জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কোচ জাভির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে রিয়ালের। জিনেদাইন জিদানের পর আরও এক প্রাক্তন তারকা ফুটবলরাকে কোচ হিসেবে এনে বাজিমাত করার লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম স্পেনের এই ক্লাব। ২০০৯-২০১৪ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৬টি ম্যাচ খেলেন জাভি। রিয়ালের কোচ জাভির প্রথম চ্য়ালেঞ্জ ১৫ জুন থেকে শুরু হতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ।

এবার ৬টি মহাদেশের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে আমেরিকার ১১টি শহরে হবে ক্লাব বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী রিয়াল মাদ্রিদের পাশাপাশি এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে ম্যানচেস্টার সিটি, চেলসি, প্যারিস সাঁ জা, ফ্লামিঙ্গো, রিভার প্লেট, ইন্টার মিলান, জুভেন্তাস, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড,বেনফিকার মত দলগুলি।

রিয়াল কোচ জাভি

মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচ সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে, ১৮ জুন, মিয়ামিতে। চার দলের গ্রুপের রিয়ালের সঙ্গে আল হিলাল ছাড়াও আছে মেক্সিকোর পাছুসা ও অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গ। ৮টি গ্রুপ থেকে দুটি করে দল নক আউটে প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে।