Asia Cup 2025 Captains. (Photo Credits:X)

Fact Check: আজ, সোমবার থেকে ইউএই-তে শুরু হল এশিয়া কাপ টি-২০। তার আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দেশের অধিনায়করা সাংবাদিকদের সামনে মিলিত হন। সেই সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সলমন আলি আঘা-কে একটি আসনের ব্যবধানে দেখা যায়। সূর্যকুমার ও সলমনের মাঝে বসেছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান পহেলগাম হামলার পর দুই দেশ এই প্রথম বাইশ গজে মুখোমুখি হচ্ছে। যা নিয়ে ভারতের বহু মানুষ ক্ষুব্ধ। কারণ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা মানেই তাদের আর্থিক দিক থেকে মজবুত করা। তাই সূর্যকুমার ও সলমনের দিকেই সবার নজর ছিল। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছিল, এশিয়া কাপ ২০২৫-এর প্রেস কনফারেন্সে ভারতীয় টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগার সঙ্গে হাত মেলাতে রাজি হননি। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মাঝে মুহূর্তেই দাবিটি ছড়িয়ে পড়ে, শুরু হয় তুমুল বিতর্ক।

কোথা থেকে গুজবটি ছড়ায়

ক্রিকেট বিশ্লেষক মুফাদ্দল ভোহরার এক্স (পূর্বে টুইটার)-এ করা একটি পোস্ট থেকেই মূলত এই দাবি ছড়ায়। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছিল ভারত ও পাকিস্তানের অধিনায়ক হাত মেলাননি। সেটিই নানা ফ্যানপেজে শেয়ার হতে শুরু করে।

ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে দুই দেশের অধিনায়ক হাত মেলাচ্ছেন

আগুন ঘি পড়ার মত ভাইরাল হয়

চলতি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বর ফাইনালের পথ মসৃণ করতে তাই প্রথম থেকেই কড়া নজর। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন, এপ্রিলে পহেলগাম হামলা ও মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম ভারত-পাক ম্যাচ ঘিরে বিতর্ক। ফলে দুই অধিনায়কের হাত না মেলোনার খবর দাবানলের গতিত ছড়িয়ে পড়ায় আরও আগুনে ঘি পড়ে।

কিন্তু প্রেস কনফারেন্সের অফিসিয়াল ফুটেজ খতিয়ে দেখা যায়, সেশনের শেষে মঞ্চ থেকে নামার সময় সলমান আলি আগা হাত বাড়ান, আর সূর্যকুমার যাদবও তা গ্রহণ করেন। অর্থাৎ স্পষ্টভাবেই করমর্দন হয়েছে। ট্রফি ফটোশুটের সময়ও সূর্যকুমার যাদবকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে করমর্দন করতে দেখা গেছে। গুজব ছড়ানো ওই ভাইরাল পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেওয়া হয়।

সবটাই ভুয়ো

দাবি সম্পূর্ণ ভুয়ো। ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সলমান আলি আঘা হাত হাসিমুখে মেলাচ্ছেন।