ইউরো কাপে ফের করোনা ভাইরাসের থাবা। বুধবার, গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে করোনা ধরা পড়ল স্কটল্যান্ডের ফুটবলার বিলি গিমোরের। তাঁকে দশ দিনের আইসোলেশনে রাখা হচ্ছে। এই বিলির সৌজন্যেই ইংল্যান্ডকে রুখ গত ম্যাচে রুখে চমকে দিয়েছিল স্কটিশরা। ইংল্যান্ড ম্যাচের সেই সেরা ফুটবলার নির্বাচিত হওয়া বিলি-র কোভিড রিপোর্ট পজেটিভ এল।
We can confirm that Billy Gilmour has tested positive for COVID-19.
Having liaised with Public Health England, Billy will now self-isolate for 10 days and therefore miss tomorrow’s UEFA EURO 2020 Group D match against Croatia at Hampden.https://t.co/lRNWvckqCK
— Scotland National Team (@ScotlandNT) June 21, 2021