England vs South Africa. (Photo Credits: X)

England Vs South Africa 3rd ODI: সিরিজ জিতলেও রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে মহালজ্জার হার হল দক্ষিণ আফ্রিকার। আগেই সিরিজ জেতা নিশ্চিত করা তেম্বা বাভুমা-রা এদিন হারলেন ৩৪২ রানে। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও একই ব্যবধানে ২-১ সিরিজ জিতলেন প্রোটিয়ারা। ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে এদিন দক্ষিণ আফ্রিকা মাত্র ৭২ রানে অল আউট হয়ে যায়। মাত্র ১২৫ বলে গুঁটিয়ে যায় বাভুমাদের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে এটাই রানের বিচারে ওয়ানডে-তে ইংল্যান্ড সবচেয়ে বড় ব্যবধানে জয়। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জেতার পর গত ২৪ অগাস্ট ম্যাকাইতে শেষ খেলায় মিচেল মার্শদের কাছে দক্ষিণ আফ্রিকা হেরেছিল ২৭৬ রানে। অস্ট্রেলিয়ার ৪৩১ রানের জবাবে প্রোটিয়ারা সিরিজ জেতা শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ১৫৫ রানে অল আউট হন বাভুমারা। ক্যাঙারুর দেশের মত ব্রিটিশ মুলকেও একই রকম হল বাভুমাদের হাল।

১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা আর্চার, সিরিজ সেরা কেশব মহারাজ

মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে আফ্রিকান ইনিংসে একাই ধস নামান ব্রিটিশ পেসার জোফ্রা আর্চার। মাত্র ২৪ রানের মধ্যেই ৬ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সাত নম্বরে নেমে কোরবিন বোস (২০) ও আটে নামা কেশব মহারাজ (১৭) কিছুটা রুখে না দাঁড়ালে প্রোটিয়ারা ৫০ রানের মধ্যেই গুটিয়ে যেতে পারত। বোস, মহারাজ ছাড়া একমাত্র দু অঙ্কের রান করেন ক্রিস্টান স্টাবস (১০)। আইডেন মার্করাম (০), রায়ান রিকেলটন (১), উইয়ান মুলডার (০), ম্যাথু ব্রেথজ (৪), ডিওয়াল্ড ব্রেভিস (৬)-র মত তারকারা মুখ থুবড়ে পড়েন। চোট লাগায় একবারে শেষে যন্ত্রণা নিয়ে ব্যাট করেন অধিনায়ক বাভুমা।

দারুণ জয় ইংল্যান্ডের

সিরিজ ২-১ জিতল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের হয়ে জোড়া সেঞ্চুরি করেন জো রুট (৯৬ বলে ১০০) ও জ্যাকব বেথেল (৮২ বলে ১১০)। দারুণ ইনিংস খেলেন ওপেনার জ্যামি স্মিথ ও শেষের দিকে জোস বাটলার (৩২ বলে ৬২)। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ব্রিটিশ পেসার আর্চার। আর পুরো সিরিজে আট উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পান প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জিতেছিল যথাক্রমে ৭ উইকেটে (লিডস) ও ৫ রানে (লর্ডসে)। এবার বুধবার থেকে ইংল্যান্ডে টি-২০ সিরিজে খেলতে নামছে প্রোটিয়ারা।