জার্মানির গেলসেনকিরশেনে রবিবার(৩০ জুন) মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্লোভাকিয়া।গ্রুপ পর্বে ইংল্যান্ডের খেলা দেখে সেই ছন্দে দেখা যায়নি, যার ফলে সকলেই কোচ সাউথগেটের সমালোচনা করা শুরু করে। এমন অবস্থায় ইউরোর শেষ ষোলোর ম্যাচেও স্লোভাকিয়ার কাছে প্রায় হেরেই গিয়েছিল ইংল্যান্ড। ৯০ মিনিট অবধি ১-০ গোলে পিছিয়ে থেকেও ৫মিনিট ইনজুরি টাইমে গোল দিয়ে কোনরকমে সমতা আনে ইংল্যান্ড বাহিনী।এরপর শেষ ষোলোর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হ্যারি কেনের অনবদ্য গোলে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ইংল্যান্ড।
🏴 England complete the comeback#EURO2024 | #ENGSVK pic.twitter.com/sNwXKrO0vI— UEFA EURO 2024 (@EURO2024) June 30, 2024
খেলার শুরু থেকে বল দখল ও আক্রমণ দু জায়গাতেই আধিপত্য দেখালেও গোলের খাতা খুলতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তবে ম্যাচের ২৫ মিনিটে ইভান শ্রানজ স্লোভাকিয়াকে লিড এনে দেন।তারপর ৯০ মিনিট অবধি এগিয়ে থাকে স্লোভাকিয়া। তবে ম্যাচে যোগ করা ইনজুরি টাইমের ছয় মিনিটের পঞ্চম মিনিটে গিয়ে গোল পায় ইংল্যান্ড। থ্রো থেকে বল পেয়ে ডি-বক্সে নিচু ক্রস করেন গুইহে। তা হাফ ভলিতে জালে পাঠান বেলিংহ্যাম। ১-১ স্কোর থেকে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ইভান টনির হেড পাসে হেডেই বল জালে পাঠান ইংল্যান্ডের রেকর্ড স্কোরার হ্যারি কেন। এরপর ইংল্যান্ডের দুই গোলস্কোরারকেই তুলে নেন ইংল্যান্ডের কোচ। তাদের বদলি হিসেবে মাঠে নামেন কনসা ও গ্যালাগার। শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। শেষ বাঁশি বাজতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্লোভাকিয়ারা। শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ড।
REPORT: England reach the quarter-finals thanks to Harry Kane's extra-time header 📰👇#EURO2024 | #ENGSVK— UEFA EURO 2024 (@EURO2024) June 30, 2024
Stunning from Jude Bellingham 🤸😲@AlipayPlus | #EUROGOTT pic.twitter.com/0CAWvwhO2W— UEFA EURO 2024 (@EURO2024) June 30, 2024