England Ashes 2025-26 Squad: আগামী ২১ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে ঐতিহ্যের অ্যাসেজ সিরিজ। অস্ট্রেলিয়া বনাম ইংল্য়ান্ডের পাঁচ টেস্টের আসন্ন অ্যাসেজ চলবে ২১ নভেম্বর থেকে আগামী বছর জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত। দুমাস আগে অ্য়াসেজের স্কোয়াড ঘোষণা করে দিল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে ১৬ সদস্য়ের ইংল্যান্ড দলে কোনও চমক থাকল না। স্টোকসের ডেপুটি করা হয়েছে হ্য়ারি ব্রুককে। উইকেটকিপার সহ ৭জন স্পেশালিস্ট ব্যাটার, একজন পেসার-অলরাউন্ডার, ৬জন স্পেশালিস্ট পেসার, দুই স্পেশালিস্ট স্পিনার, একজন স্পিনার-অলরাউন্ডারকে স্কোয়াডে থাকল। ক মাস আগে ভারতের বিরুদ্ধে খেলা একমাত্র ক্রিস ওকসকে ছাড়া পুরো দলটাকেই অ্য়াসেজে খেলতে ডন ব্র্যাডম্যানের দেশে পাঠাচ্ছে ইসিবি।
আধ ডজন পেসার নিয়ে অস্ট্রেলিয়ায় অ্যাসেজে যাচ্ছে ইংল্যান্ড
অ্য়াসেজে ভাল কিছু করতে হলে ইংল্যান্ডের পেস আক্রমণকে সফল হতেই হবে। আর এবার ক্য়াঙারুর দেশে ইংল্য়ান্ডের পেসাররা হলেন- জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, মার্ক উড, জোশ টাঙ, ম্য়াথু পটস ও ব্রেইডন কার্সে। সঙ্গে থাকছেন অধিনায়ক স্টোকস। স্পেশালিস্ট স্পিনার হিসাবে থাকছেন শোয়েব বাশির ও উইল জ্য়াকস। প্য়াট কামিন্সদের বিরুদ্ধে ইংল্য়ান্ডের ব্যাটিংলাইন মোটের ওপর এমন থাকছে- ওপেনার জ্যাক ক্রাউলি, বেন ডাকেট। তিন নম্বরে ওলি পোপ। মিডল অর্ডারে জো রুট, হ্য়ারি ব্রুকস ও উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ। সঙ্গে থাকছেন স্টোকস। শুরু থেকে স্পেশালিস্ট স্পিনার হিসাবে শোয়েব বাশিরকেই খেলানো হবে। ইংল্যান্ড হওয়া গত অ্যাসেজ সিরিজ ২-২ ড্র হয়েছিল। শেষবার অস্ট্রেলিয়ায় হওয়া অ্যাসেজে ৪-০তে জিতেছিল ক্য়াঙারুর দেশ। সেই সুবাদে অ্যাসেজ ট্রফি এখন অস্ট্রেলিয়ার দখলেই। দশ বছর আগে শেষবার আলিস্টার কুকের নেতৃত্বে অ্য়াসেজ জিতেছিল ইংল্যান্ড।
ছবিতে ইংল্য়ান্ডের অ্যাসেজ স্কোয়াড
BREAKING: England have named their 16-strong squad for The Ashes in Australia this winter 🏴🚨 pic.twitter.com/LQJhzR8bT8
— Sky Sports Cricket (@SkyCricket) September 23, 2025
ইংল্য়ান্ডের ১৬ সদস্যের অ্যাসেজ স্কোয়াড
ওপেনার: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট। তিন নম্বরে- ওলি পোপ। মিডল অর্ডারে- জো রুট, হ্যারি ব্রুক (সহ অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক)। স্পিনার- শোয়েব বাশির, উইল জ্যাকস। পেসার- জোফ্রা আর্চার, মার্ক উড, জোশ টাঙ, ব্রেইডন কার্সে, ম্য়াথু পটস, গাস অ্যাটকিনসন। স্পিনার-অলরাউন্ডার- জ্য়াকব বেথেল।
অ্যাসেজ ২০২৫-২৬-এর ক্রীড়াসূচি
প্রথম টেস্ট: পারথ- ২১ নভেম্বর থেকে শুরু
দ্বিতীয় টেস্ট: ব্রিসবেন- ৪ ডিসেম্বর থেকে শুরু
তৃতীয় টেস্ট: অ্যাডিলেড- ১৭ ডিসেম্বর থেকে শুরু
চতুর্থ টেস্ট (বক্সিং ডে): মেলবোর্ন- ২৬ ডিসেম্বর থেকে শুরু
পঞ্চম টেস্ট: সিডনি- ৪ জানুয়ারি থেকে শুরু