IND vs ENG 1st Test: লিডস টেস্টের শেষ দিনে প্রথম সেশনের শেষে একেবারে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ওপেনারদের কাউকেই আউট করতে পারলেন না ভারতের বোলাররা। লাঞ্চের আগে ইংল্যান্ডের বিনা উইকেটে ১১৭ রান। সেঞ্চুরি পার্টনারশিপ করে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ৬৪ ও জ্যাক ক্রাউলি ৪২ রানে ব্যাট করছেন। প্রথম টেস্টে ইংল্য়ান্ডকে জিততে হলে করতে আর ২৫৪ রান, এখনও দিনের ৬০ ওভার খেলা বাকি, বেন স্টোকসদের দলের সব কটা উইকেট অক্ষত আছে। মানে এখান থেকে ওভার পিছু ৪ রান মত করলেই জিতে যাবে ইংল্যান্ড, সেখানে শুভমন গিলদের বাকি দুটো সেশনে চাই ১০টা উইকেট।
৯ ওভার বল করে উইকেটহীন বুমরা, খুব রান দিচ্ছেন কৃষ্ণা-শার্দুল
প্রথম সেশনে আগুন ঝরিয়ে পাঁচ উইকেট তুলে নেওয়া যশপ্রীত বুমরা এদিন তেমন কিছু করতে পারছেন না। মহম্মদ সিরাজ হতাশ করছেন। প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুররা একেবারে খারাপ বল করে একগাদা রান দিচ্ছেন। শেষ দিনের পিচ থেকে রবীন্দ্র জাদেজা এখনও সুবিধা আদায় করতে পারেননি। সব মিলিয়ে বেশ চাপে লিডস বেশ চাপে গিলরা। সবচেয়ে আশঙ্কার কথা, লিডসে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে বুমরা-রা যদি অন্তত ৩-৪টি উইকেট তুলতে না পারেন, তাহলে শেষ সেশনে ওভার পিছু ৫ রান করে জেতাটা কঠিন হবে না স্টোকসদের।
ইংল্যান্ডের ওপেনারদের সেঞ্চুরি পার্টনারশিপ
Zak Crawley and Ben Duckett take charge with a dominant century stand on the final day 💪
#WTC27 | #ENGvINDhttps://t.co/62moN1jfz9
— ICC (@ICC) June 24, 2025
ভয় ধরাচ্ছেন ইংল্য়ান্ডের দুই ওপেনার
দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত বুমরা ৯ ওভার, সিরাজ ৮ ওভার, প্রসিধ কৃষ্ণা ৪ ওভার, জাদেজা ৪ ওভার ও শার্দুল ঠাকুর ৩ ওভার বল করলেও উইকেট এল না। টিম ইন্ডিয়ার তৃতীয় ও চতুর্থ পেসার কৃষ্ণা ও শার্দুলের ৯ ওভার মিলিয়ে ডাকেট-ক্রাউলিরা ৫৫ রান নিয়েছেন।