ENG Vs NZ: ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কিউই দল, কোথায়-কীভাবে দেখবেন

লন্ডন, ২ জুন: ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship Final) ফাইনালে নামার আগে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে নিউ জিল্যান্ড (New Zeland)। স্বাভাবিকভাবেই, আজ, বুধবার, ২ জুন থেকে শুরু হতে চলা দুই টেস্টের এই সিরিজকে কিউই দল বিরাট কোহলিদের বিরুদ্ধে ফাইনালের মহড়া হিসেবেই দেখছে। ২০১৯ বিশ্বকাপের সেই রোমাঞ্চকর টাই ফাইনালের পর লর্ডসে এই প্রথম টেস্ট খেলতে নামছে দুই দেশ।

দীর্ঘ ৬ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমে কিউই দলের চোখ আসলে ১৮ জুন থেকে বিশ্ব চ্যাম্পিনশিপ ফাইনালের দিকে। ইংল্যান্ডের পিচ, পরিবেশ ভাল করে বুঝে নিয়েই সাউদামপ্টনে ভারতের বিরদ্ধে ফাইনালে নামতে পারবে। যেখানে বিরাট কোহলিদের একবার দেশে, তারপর ইংল্যান্ডে গিয়ে কোয়ারিন্টনে থেকে একেবারে সরাসরি ফাইনাল খেলতে নেমে পড়তে হবে।

আজ থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের টেস্ট নিয়ে তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ আছে। আসুন দেখে নেওয়া যার আজ থেকে শুরু হতে চলা ইংল্যান্ড-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ কোথায় কীভাবে দেখবেন?

কোথায় আয়োজিত হবে এই টেস্ট ম্যাচ?

২ জুন, বুধবার লর্ডসে আয়োজিত হবে এই টেস্ট।

ভারতীয় সময় কটা থেকে শুরু হবে এই ম্যাচ?

ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে খেলা।

কোন ভারতীয় টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচ

সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি সিক্স এইডিস চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভ অ্যাপের মাধ্যমে।