টোকিও, ৩ অগাস্ট: রিও গেমসের পর টোকিও অলিম্পিকেও (Tokyo Olympics 2020) ডবল সোনা জয়ের কীর্তি গড়লেন জামাইকার এলেইন থম্পসন-হেরা। টোকিওতে মহিলাদের ১০০ মিটারের পর, দুশো মিটার দৌড়েও সোনা জিতলেন এলেইন থম্পস-হেরা (Elaine Thompson-Herah)। মঙ্গলবার টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে মহিলাদের দুশো মিটার ফাইনালে ২১.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতলেন থম্পসন। ২১.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতলেন নামিবিয়ার ক্রিশ্চিনি এমবোমা, ব্রোঞ্জ জিতলেন মার্কিন তারকা স্প্রিন্টার গ্যাব্রিয়েলা থমাস
What an amazing women's 200m 😍
✅ Elaine Thompson-Herah does the double double
✅ Christine Mboma makes history for Namibia
✅ Gabby Thomas beats SAFP to bronze #Athletics #Olympics pic.twitter.com/MKwaFbXTjM
— AW (@AthleticsWeekly) August 3, 2021
এই ইভেন্টে ফেভারিট হয়ে নামা মহিলা স্প্রিন্ট্রিংয়ে কিংবদন্তি জামাইকারা শেলি আলা ফ্রেজার প্রাইস চার নম্বরে দৌড় শেষ করে পদকহীন থাকলেন। ১০০ মিটার দৌড়ে শেলি জিতেছিলেন রুপো।
She'll have an #Olympics double-double! 🥇🥇🥇🥇 pic.twitter.com/fjK5rj2rSi
— #Tokyo2020 (@Tokyo2020) August 3, 2021
২০১৬ টোকিও অলিম্পিকেও মহিলাদের ১০০ এবং ২০০ মিটার দৌড়ে সোনা জিতে ডবলের কীর্তি গড়েছিলেন থম্পসন। উসেইন বোল্টের দেশে শেলি আনা ফ্রেজারটাকে টপকে সেরা মহিলা অ্যাথলিট হওয়ার সম্মান পেতে চলেছেন এলেইন থম্পসন-হেরা।
🇯🇲 Elaine Thompson-Herah is the first woman in history to do the Double-Double at the Olympics Sprints 21.53!!! 👑 🙌🏽🥇l #Olympics pic.twitter.com/PUgms7gAZs
— Sanade 🇯🇲🇺🇸 (@sweetsanade) August 3, 2021
মহিলা বোল্ট হিসেবে পরিচিত শেলি আনা অলিম্পিকে দুটি সোনা জিতেছেন, যেখানে এলেইন থম্পসন পরপর দুটো অলিম্পিকে দুটো+দুটো মোট চারটে সোনা জিতে নজির গড়েলন। উসেইন বোল্ট ছাড়া সাম্প্রতিক কালে এই নজির কারও নেই।