আজ দেওধর ট্রফির খেলায় মুখোমুখি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। ইতিমধ্যে পশ্চিমাঞ্চল তাদের শেষ ম্যাচে উত্তরাঞ্চলকে ছয় উইকেটে হারিয়ে এই ম্যাচ খেলতে নেমেছে অপরদিকে শেষ ম্যাচে দক্ষিণাঞ্চলের কাছে হেরেছে পূর্বাঞ্চল। তাই ফাইনালে উঠতে গেলে পূর্বাঞ্চলকে জিততেই হবে। পন্ডিচেরীর ২নং গ্রাউন্ডে সকাল ৯টায় শুরু হবে এই খেলা।
দুই দলের তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
পূর্বাঞ্চল: সৌরভ তিওয়ারি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, রিয়ান পরাগ, শুভ্রাংশু সেনাপতি, বিরাট সিং, আকাশ দীপ, মণিশঙ্কর মুরাসিংহ, শাহবাজ নাদিম, উত্কর্ষ সিং, অভিনোভ চৌধুরী, ঋষব দাস, মুখতার হোসেন, সুদীপ কুমার ঘরামি, কুমার কুশাগ্র।
পশ্চিমাঞ্চল: প্রিয়ঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), হারভিক দেশাই, অঙ্কিত বাওনে, রাহুল ত্রিপাঠী, পৃথ্বী শ, সরফরাজ খান, হেট প্যাটেল, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গেরকর, শামস মুলানি, অতীত শেঠ, পার্থ ভুত, সমর্থ ব্যাস, চিন্তন গজা, আরজান নাগওয়াসওয়ালা।
কখন থেকে শুরু হবে পশ্চিমাঞ্চল বনাম পূর্বাঞ্চল , দেওধর ট্রফি?
পশ্চিমাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পশ্চিমাঞ্চল বনাম পূর্বাঞ্চল , দেওধর ট্রফি?
পশ্চিমাঞ্চল বনাম পূর্বাঞ্চল , দেওধর ট্রফি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পশ্চিমাঞ্চল বনাম পূর্বাঞ্চল , দেওধর ট্রফি?
পশ্চিমাঞ্চল বনাম পূর্বাঞ্চল , দেওধর ট্রফি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বিসিসিআই অ্যাপে