CWG 2022: দ্যুতিহীন দৌড়ে হিটে চতুর্থ, সেমিতে উঠতে পারলেন না দ্যুতি চাঁদ
Dutee Chand। (File Photo)

বার্মিংহ্যাম, ২ অগাস্ট: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে উঠতে পারলেন না ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ। হিটে (প্রথম রাউন্ড) ১১.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হন দ্যুতি। সেখানে হিট থেকে তিনজন স্প্রিন্টার  সেমিফাইনালে ওঠেন। ফলে ১০০ মিটার ইভেন্ট থেকে অনেক আগেই ছিটকে গেলেন দ্যুতি। ১০০ মিটারে দ্যুতির সেরা সময় হল ১১.১৭ সেকেন্ড। নিজের সেরার ধারকাছে পৌঁছতে পারলেন না তিনি।

তবে মহিলাদের শটপ্যুটের ফাইনালে উঠেছেন মনপ্রীত কৌর। লন বোলসের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনেকটা এগিয়ে ঐতিহাসিক সোনার দিকে এগোচ্ছেন ভারতীয় মহিলারা। এখনও পর্যন্ত চলতি কমনওয়েলথ গেমসে ভারত ৩টি সোনা, ৩টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। আরও পড়ুন-এশিয়া কাপ ক্রিকেটের সূচি ঘোষিত , জানুন কবে ভারত-পাকিস্তান ম্যাচ

দেখুন টুইট

ভারত্তোলনে ৭টি পদকের পর গতকাল, সোমবার রাতে জুডোতে দুটো পদক। জুডোতে ব্রোঞ্জ জিতলেন সুশীলা লিখমাবাম ও বিজয় যাদব। ভারত্তোলনে আরও একটি পদক আসে। পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারত্তোলক গুরুরাজ পুজারি। মহিলাদের লন বোলের ফাইনালে পদক নিশ্চিত হয়েছে।