হাংঝৌ এশিয়ান গেমস থেকে ভারতের শ্যুটিংয়ে সাফল্য অব্যাহত। শনিবার এশিয়াড ২০২৩ (asian Games 2023)-এর সপ্তম দিনে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড দলগত বিভাগে (10m Air Pistol Mixed team) রুপো জিতলেন ভারতের জুটি সর্বজোত সিং (Sarabjot Singh) ও দিব্যা টিএস (Divya TS)। এদিন আবার সর্বজোত সিংয়ের জন্মদিন ছিল। পোডিয়ামে ওঠার আগে সর্বজোতের জন্য হ্যাপি বার্থডে স্পেশাল মিউজিক বাজালেন আয়োজকরা। যদিও এই বিভাগে ভারতের শ্যুটারদের থেকে সোনা জেতার আশা ছিল। ফাইনাসলে চিনের জুটির বিরুদ্ধে একটা সময় এগিয়েও ছিল ভারতের সর্বজোত- দিব্যা। কিন্তু একটুর জন্য সোনা হল না সর্বজোত- দিব্যার।
সব মিলিয়ে চলতি এশিয়ান গেমস থেকে এখনও পর্যন্ত ভারত মোট ১৯টি পদক জিতেছে (৬টি সোনা, ৭টি রুপো, ৬টি ব্রোঞ্জ)। এখনও শ্যুটিংয়ের বেশ কয়েকটি বিভাগে ভারতের পদক জেতার সুযোগ রয়েছে। যেখানে গত জাকার্তা-পালেমবাংয়ে আয়োজিত ২০১৮ এশিয়ান গেমসে ভারত ২টি সোনা, ৪টি রুপো, ৩টি ব্রোঞ্জ সহ মোট ৯টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। আরও পড়ুন-সাফল্যে নিখাদ, ৫৩ সেকেন্ডে জিতে পদক নিশ্চিত করে অলিম্পিকের টিকিট কাটলেন নিখাত জারিন
দেখুন ছবিতে
And its going to be Silver medal for India
Divya & Sarabjot go down fighting 14-16 to home-favorites in Gold medal in 10m Air Pistol Mixed team match. #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/x1umyZArpY
— India_AllSports (@India_AllSports) September 30, 2023
শনিবার ১০মিটার এয়ার পিস্তলের মিক্সড দলগত বিভাগে ভারত বনাম চিন ফাইনাল ছিল। এই বিভাগের নিয়ম হল যে জুটি প্রথমে ১৬ নম্বর স্কোর করতে পারবে তারাই জিতবে। ভারতের সর্বজোত সিং ও দিব্যা টিএস একটা সময় চিনের জুটি ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র্যানজিন থেকে ৭-৩ ব্যবধানে এগিয়ে সোনা জয়ের দিকে। কিন্তু সেখান থেকে চিনের জুটি ১১-১১ করে দেন। একটা সময় ১৩-১৩ পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। তার পরের রাউন্ডে জিতে প্রথম স্থান নিশ্চিত করে চিন। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় এয়ার পিস্তলের মিক্সড বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে।