Nikhat Zareen (Photo: Twitter)

এক জয়ে দুই কাজ সারলেন ভারতের তারকা বিশ্বজয়ী বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। হাংঝৌ এশিয়ান গেমসের ( ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে একদিকে পদক জেতা নিশ্চিত করলেন নিখাত, অন্যদিকে আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন। ভারতের প্রথম বক্সার হিসেবে প্যারিস অলিম্পিক্সের টিকিট কাটলেন দু বারের বিশ্বচ্যাম্পিয়ন তেলেঙ্গনার ২৭ বছরের তারকা বক্সার।

শুক্রবার সেমিফাইনালে উঠতে নিখাতের সময় লাগল ঠিক ৫৩ সেকেন্ড। কোয়ার্টার ফাইনালে জর্ডনের নাসার হানানকে সহজেই হারিয়ে দিলেন নিখাত। মহিলাদের ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে ওঠা চার বক্সারই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা পেলেন।

দেখুন ভিডিয়ো

২০২২ ইস্তানবুল ও চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এবার এশিয়ান গেমসেও প্রথমবার পদক জয় নিশ্চিত হল নিখাতের।

প্রসঙ্গত, চলতি এশিয়াডের প্রথম রাউন্ডে ভিয়েতনামের তাম-থি-এনগুয়েনের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন তেলঙ্গানার ২৭ বছরের বিশ্বজয়ী বক্সার।