Deepak Hooda. (Photo Credits: Twitter)

ডাবলিন, ২৮ জুন: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে দীপক হুডা (Deepak Hooda) অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে হুডা করলেন ৫৭ বলে ১০৪ রান (স্ট্রাইক রেট ১৮২.৪৫)। হরিয়ানার ২৭ বছরের এই অলরাউন্ডার মারলেন ৬টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি। মাত্র ৫৫ বলে তাঁর জীবনের প্রথম টি-২০ সেঞ্চুরি পূর্ণ করেন হুডা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় চতুর্থ সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন হুডা। হুডার মতই দারুণ ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। চোট পাওয়া রুতুরাজ গায়কোয়েড়ের জায়গায় খেলতে নেমে এদিন ওপেন করতে নামেন সঞ্জু। ৪২ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের কেরালার তারকা ব্যাটার (স্ট্রাইক রেট ১৮৩.৫৫)।

সঞ্জু-দীপক হুডা দ্বিতীয় উইকেটে ৮৬ বলে ১৭৬ রানের পার্টনারশিপ করেন। ওপেনার ইশান কিষাণ (৩)-আউট হয়ে যাওয়ার পর ক্রিজে নেমে ঝড় তোলেন সঞ্জু-দীপক। শেষের দিকে সূর্যকুমার যাদব (৫ বলে ১৫) ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৯ বলে ১৫ অপরাজিত)-এর সৌজন্যে ভারতের নির্ধারিত ২০ ওভারে করে ২২৭ রান। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারত। আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান

দেখুন ভিডিও

রবিবার ডাবলিন আইরিশদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে বেশ ভাল খেলেছিলেন রোহতাকের তারকা অলরাউন্ডার। সেই ম্য়াচে দীপক করেছিলেন ২৯ বলে ৪৭ রান। সেখান থেকেই যেন আজ শুরু করলেন। ইনিংসটা খুব পরিকল্পনা করে সেঞ্চুরি করে ফেললেন। আন্তর্জাতিক টি-২০তে এর আগে সেঞ্চুরির করার নজির আছে শুধু সুরেশ রায়না, লোকেশ রাহুল ও রোহিত শর্মা-র।