জোহানেসবার্গ, ৬ জুন: হারের হ্য়াটট্রিক করে বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019)-য়ে একেবারে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা (South Africa)। ইংল্যান্ড, বাংলাদেশ, ভারতের কাছে হারের পর মৃদু বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে প্রোটিয়ারা। ফাফ দু প্লেসিস-দের জঘন্য পারফরম্য়ান্সের মাঝে একজনের নাম বারবার আসছে। ক দিন আগে আইপিএলে যিনি দারুণ খেলেন-এবি ডেভিলিয়ার্স (AB De Villiers)। খবরে প্রকাশ, ডেভিলিয়ার্স চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট ডেভিলিয়ার্সের সেই ইচ্ছায় জল ঢেলে জানিয়ে দেয়, তাঁকে প্রয়োজন হবে না।
'ESPNCricinfo'-র খবর অনুযায়ী গত মে মাসে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগে ডেভিলিয়ার্স নিজেই প্রস্তাব দিয়েছিলেন অবসর ভেঙে বিশ্বকাপ খেলার। কিন্তু তখন নাকি দক্ষিণ আফ্রিকা টিম ম্য়ানজেমেন্ট ডেভিলিয়ার্সের প্রস্তাব সরাসরি প্রত্য়াখান করেন। প্রসঙ্গত, বিশ্বকাপের ঠিক এক বছর আগে ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ডেভিলিয়ার্স। কারণ হিসেবে এবি বলেছিলেন, ক্লান্তির কথা। কিন্তু অনেকেই বলছেন, বোর্ড আর টিম ম্য়ানেজমেন্টের বেশ কিছু সিদ্ধান্তের ওপর দেশের জার্সিতে খেলা ছাড়েন কিংবদন্তী এই ব্য়াটসম্য়ান-ম্যাচ উইনার-ফিল্ডার। আরও পড়ুন- ICC World Cup 2019: দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার, চাহাল জাদুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয় ভারতের
এবি ডেভিলিয়ার্সের পরিবর্ত খুঁজে পাওয়া তো দূর, তাঁর ধারেকাছে কেউ আসতে পারছেন না। চলতি বিশ্বকাপ তিনটে ম্যাচের মধ্য়ে দুটোতে ব্যাটিং ইউনিট পুরো ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকার। আর বাংলাদেশের বিরুদ্ধে বড় রান তাড়া করতে গিয়ে অভিজ্ঞতার অভাব চোখে পড়ে। এবি খেললে ব্য়াপারটা অন্য রকম হতেও পারত। টানা তিন ম্যাচে হারের পর চলতি বিশ্বকাপে তাদের চতুর্থ খেলায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ১০ জুন, সোমবার জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে।