ICC World Cup 2019: দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার, চাহাল জাদুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জয় ভারতের
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। (Photo Credits: Twitter)

সাউদাম্পটন, ৫ জুন:  আইসিসি বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এর শুরুটা দারুণ হল ভারত (Team India)-এর। মঙ্গলবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা (South Africa)-কে ৬উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হল বিরাট কোহলি (Virat Kohli)- র দলের। রান তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করে নায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৫ বল বাকি থাকতে ভারত অনায়াসে জিতল। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ২২৭ রানে আটকে রাখার নায়ক যুজবেন্দ্র চাহাল। চার উইকেট নিয়ে চাহালও ম্যাচের নায়ক। পরপর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হল দক্ষিণ আফ্রিকার।

জয়ের জন্য বড় রান তাড়া করতে না হলেও, শুরুতেই শিখর ধাওয়ান (৮)-এর আউটের পর চাপে পড়ে গিয়েছিল ভারত।  বিরাট কোহলি (১৮)-ও খুব বেশি দূর যেতে পারেননি। চার নম্বরে নেমে লোকেশ রাহুল (২৬) সেট হওয়ার মুখে আউট হয়ে যান। কিন্তু অন্যদিক থেকে উইকেট পড়লেও রোহিত অন্যপ্রান্তে আস্থার সঙ্গে খেলে যান। ১২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর রোহিত দলকে শেষ অবধি জিতিয়ে ফেরেন। আরও পডুন-ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান বোঝাল সেমিফাইনালে ওঠার লড়াই সবার কাছেই কঠিন

রোহিতকে ভাল সঙ্গ দিলেও এমএস ধোনি (৩৪) ম্যাচ জয়ের মুখে ফিরে যান। দলের জয় থেকে ১৮ রান দূরে থাকা অবস্থায় নেমে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। শেষ অবধি ১৪৪ বলে ১২২ রানের  ইনিংস খেলে ম্যাচের নায়ক রোহিত শর্মা।