Team India. (Photo Credits: Twitter/ICC)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ক্যারিবিয়ান সফরে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ এক মাস পর টিম ইন্ডিয়াকে আবার মাঠে নামতে দেখা যাবে। এরই মাধে দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজ সরাসরি দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে সাতটি ভাষায় সম্প্রচারিত হবে। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজে ইংরেজি ও হিন্দির পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে সরাসরি সম্প্রচারের ধারাভাষ্য হবে বাঙলা, মারাঠি, তেলগু, তামিল ও কন্নড় ভাষায়। দূরদর্শনের আঞ্চলিক ভাষার চ্যানেলে সরাসরি তাদের ভাষায় সম্প্রচারিত হবে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের খেলা।

ডিডি বাংলায় যেমন টিম ইন্ডিয়ার তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজের খেলার সরাসরি সম্প্রচার হবে বাংলা ধারাভাষ্যের মাধ্যমে। ডিডি স্পোর্টসে হবে ইংরেজি ও হিন্দি ভাষায় ধারাভাষ্য। আগামী বুধবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে অবশ্য শুধু ইংরেজি ও হিন্দি ভাষায় ধারাভাষ্যে সরাসরি সম্প্রচার হবে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৭ জুলাই। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৯ জুলাই ও ১ অগাস্ট। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের খেলাগুলি যথাক্রমে ৩,৬,৮, ১২ ও ১৩ অগাস্ট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে। আর টি টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় আটটা থেকে।