Brazil Coach Carlo Ancelotti. (Photo Credits: X)

Carlo Ancelotti: মিথ ভেঙে এবার আর দেশীয় কোনও কোচ নয়। ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে ব্রাজিল এবার তাদের জাতীয় দলের কোচ হিসেবে নিয়ে এসেছে হাইপ্রোফাইল ম্য়ানেজার কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti) -কে। কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় থেকে ইতালি- ইংল্যান্ড ইউরোপের পাঁচটি দেশে সব বড় লিগে জেতার নজির থাকা আনসেলোত্তি-কে এবার বিশ্বকাপ জেতার দায়িত্ব দিয়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। মারিও জাগালো, লুই ফিলিপ স্কোলারির কথা মাথায় রেখেও বলতে হচ্ছে ব্রাজিলে এর আগে ক্লাব ফুটবলে এত সফল কোচ ব্রাজিলের জাতীয় দলের কোচিং করাতে আসেননি। সেই আনসেলোত্তি-র ব্রাজিলে কোচিংয়ের শুরুটা ভাল হয়নি। তাঁর কোচিংয়ে প্রথমবার খেলতে নেমে ইকুয়েডরের বিরদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। তবে ব্রাজিল এখন স্বপ্ন দেখছে ২৪ বছর পর আনসেলোত্তির কোচিংয়ে বিশ্বকাপ জেতার। ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মিশনে আনসেলোত্তি যাই চাইবেন তাই তাকে দেবে ব্রাজিলের ফুটবল সংস্থা (Brazil Football Confederation)। কার্লো আনসেলোত্তি তার ছেলে দাভিদে (Davide Ancelotti)-কে ব্রাজিলের কোচিং স্টাফ হিসেবে চেয়েছিলেন।

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভার্টনেও বাবার সহকারী ছিলেন দাভিদে

রিয়াল মাদ্রিদে কার্লো আনসেলোত্তির ছেলে দাভিদে সহকারী কোচ হিসেবে ছিলেন। এবার ব্রাজিলের জাতীয় দলেও সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হল কার্লো আনসেলোত্তির ছেলে ৩৬ বছরের দাভিদে আনসেলোত্তিকে। ব্রাজিলের হেড কোচের ছেলে দাভিদে ক্রীড়া বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন এবং UEFA কোচিং লাইসেন্সও পেয়েছেন। বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভার্টন, রিয়াল মাদ্রিদ- সব জায়গাতেই বাবার সহকারী হিসেবে কাজ করে প্রশংসা পেয়েছেন দাভিদে আনসেলোত্তি। খুব অল্প বয়সেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কোচিং স্টাফে যুক্ত হন তিনি।

ব্রাজিলের নতুন সহকারী কোচ দাভিদে আনসেলোত্তি

বুধবার প্যারাগুয়ে ম্য়াচ থেকেই সহকারী কোচ হিসেবে কাজ শুরু দাভিদের

আগামী ১১ জুন, বুধবার সাও পাওলোতে হতে চলা প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কোচ বাবার সহকারী হিসেবে বেঞ্চে দেখা যাবে দাভিদে আনসেলোত্তিকে। বাছাই পর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে ব্রাজিল এখন চার নম্বরে আছে। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাছাই পর্বে আনসেলোত্তির দলের আর মাত্র ৩টি ম্যাচ বাকি আছে। গত পাঁচটা ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র একটা ম্যাচ জিতেছে।