বার্মিংহ্যাম, ২৬ জুলাই: আগামী ২৮ জুলাই, ইংল্যান্ডের বার্মিংহ্যামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (Birmingham Common Wealth Games 2022)। এবার কমনওয়েলথ গেমসে ২০টি খেলায় ২৮০টি ইভেন্টে জোর লড়াই।

আসুন দেখে নেওয়া যাক কোন কোন খেলায় কী কী ইভেন্ট হবে

অ্যাথলেটিক্স: মোট ৫৮টি বিভাগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সের খেলা হবে। ২ অগাস্ট থেকে শুরু ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট। তার আগে ৩০ জুলাই হবে ম্যারাথন। অলিম্পিক্সের মতই ১০০মিটার,২০০,৪০০, ৮০০, ১৫০০, ৫০০০, ১০০ মিটার দৌড়ের ইভেন্ট আছে। পাশাপাশি ১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার হার্ডলস, ৩০০০ মিটার স্টিপেল চেস, রিলে রেস, ও ১০ মিটরা হাঁটা রয়েছে। ম্যারথন দিয়ে শুরু হবে অ্যাথলেটিক্সের খেলা। এছাড়া হাইজাম্প, পোল ভোল্ট, লং জাম্প, ট্রিপল জাম্প, শট পুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো, জ্যাভলিন থ্রো, ডেকাথলনের খেলা হবে। নীরজ চোপড়ার সোনার পাশাপাশি ভারতীয়দের প্রত্যাশা অন্তত ৭-১০টা পদকের। আরও পড়ুন-

চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া

সাঁতার, ডাইভিং: জলের খেলার জন্য জনপ্রিয় কমনওয়েলথ গেমস। বিশ্ব সাঁতারের বেশ কিছু বিশ্বরেকর্ড কমনওয়েলথ গেমসে গড়া হয়েছে। এবারও তেমনটা হতে পারে। সাঁতারে মোট ৫২টি ইভেন্টে ও ডাইভিংয়ে নোট ১২টি ইভেন্টে খেলা হবে।

ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস, পুরুষদের ডবলস, মহিলাদের সিঙ্গলস, মহিলাদের ডবলস, মিক্সড ডবলস, মিক্সড দলগত-এই ৬টি বিভাগের খেলা হবে। ভারতের আশা মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু, মিক্সড টিম বিভাগে।

হকি: পুরুষ ও মহিলা দুই বিভাগেই খেলা হবে। পুরুষদের হকিতে খেলবে ১০টি দেশ। ভারতের প্রধান প্রতিপক্ষ কমনওয়েলথ গেমসে হকিতে সবচয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া।

বাস্কেটবল ৩/৩:

বিচ ভলিবল:

বক্সিং:

ক্রিকেট:

সাইকেলিং:

জিমনাস্টিক:

কুস্তি:

জুডো:

টেবল টেনিস:

প্যারা টেবল টেনিস:

ট্রায়াথলন:

প্যারা ট্রায়াথলন:

ভারত্তোলন:

প্যারা পাওয়ারলিফটং:

নেটবল:

জুডো:

লনবল:

লন বোলস:

নেটবল:

রাগবি সেভেনস:

স্কোয়াশ: