Commonwealth Games Indian Contingent (Photo: Twitter)

গতকাল ২৯ জুলাই থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। প্রথম দিনটি ভারতীয় দলের জন্য বেশ ভালই গিয়েছে। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের দৌলতে ভারতীয় ব্যাডমিন্টন দল পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছে। যদিও মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বক্সিংয়ে শিব থাপা পাকিস্তানের সুলেমান বালুচের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দল ঘানাকে উড়িয়ে দিয়েছে। ১৪ বছর বয়সি স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং মহিলা সিঙ্গলসে জয় পেয়েছেন। ভারতের মহিলা টেবিল টেনিস দলও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।

দ্বিতীয় দিনে ভারতের নজর থাকবে ভারোত্তোলক মীরাবাই চানুর দিকে। মহিলাদের ৫৫ কেজি বিভাগে আজ তিনি নামবেন। প্রথম পদক জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে আপামোর ভারতবাসী। আরও পড়ুন: Pritam Kotal Staying At ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানেই থাকছেন ডিফেন্ডার প্রীতম কোটাল, জানিয়ে দিল ক্লাব

এখানে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনের জন্য ভারতীয় দলের ক্রীড়া সূচি রয়েছে:

  • লন বোলস (দুপুর ১টা)-পুরুষদের ট্রিপলে ভারত, মহিলা সিঙ্গল বিভাগে তানিয়া চৌধুরী
  • অ্যাথলেটিক্স (১ট ৩০ মিনিট)-পুরুষদের ম্যারাথন ফাইনালে নীতেন্দ্র সিং রাওয়াত
  • ব্যাডমিন্টন (১টা ৩০ মিনিট)-শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মিক্সড দলের গ্রুপ এ টাই
  • ভারোত্তোলন (১টা ৩০ মিনিট): ভারোত্তোলন - পুরুষদের ৫৫ বিভাগে সংকেত মহাদেব সরগর, পুরুষদের ৬১ কেজি বিভাগে গুরুরাজা
  • টেবিল টেনিস (দুপুর ২টো): টেবিল টেনিস মহিলা দলের গ্রুপ ২ এ ভারত বনাম গায়ানা। ভারতের পুরুষ দল বনাম উত্তর আয়ারল্যান্ড
  • সাইক্লিং (২টো ৩০ মিনিট): সাইক্লিং-ময়ূরী লুটে এবং ত্রিয়শি পল মহিলাদের স্প্রিন্ট যোগ্যতা অর্জন। মহিলাদের ৩০০০ মিটারে মীনাক্ষী - পুরুষদের ৪০০০ মিটারে বিশ্বজিৎ সিং এবং দীনেশ কুমার
  • সাঁতার (৩টে)-২০০ মিটার ফ্রিস্টাইল হিট ৩-এ কুশাগ্রা রাওয়াত
  • বক্সিং (৪টে ৩০ মিনিট)-৫৪-৫৭ কেজি ওজন বিভাগে ভারতের হুসানমুদ্দিন মহম্মদ বনাম দক্ষিণ আফ্রিকার আমজোলি
  • স্কোয়াশ (৪টে ৩০ মিনিট)-পুরুষদের সিঙ্গল রাউন্ড অফ ৩২-এ রমিত ট্যান্ডন এবং সৌরভ ঘোষাল। মহিলাদের সিঙ্গল রাউন্ড অফ ৩২-এ জোশনা চিনপ্পা এবং সুনয়না সারা কুরুভিলা৷
  • ভারোত্তোলন (টাইমিংস টিবিডি)-মহিলাদের ৫৫ কেজি বিভাগে সাইখোম মীরাবাই চানু
  • সাইকেল (রাত ৮টা ৩০ মিনিট)-পুরুষদের কেইরিনে প্রথম রাউন্ডে এসো অ্যালবেন
  • টেবিল টেনিস (রাত ৮টা ৩০ মিনিট)-পুরুষদের টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে ভারত বনাম নর্দান আইসল্যান্ড
  • জিমন্যাস্টিকস (রাত ৯টা)-মহিলা দলের ফাইনালে প্রণতি নায়ক, রুতুজা নটরাজ এবং প্রতিষ্টা সামন্ত
  • বক্সিং (রাত ১১টা)-৭০ কেজি বিভাগে রাউন্ড ১-এ লভলিনা বরগোহাঁই বনাম এন আরিয়ান
  • ব্যাডমিন্টন (রাত ১১টা ৩০ মিনিট)- মিক্সড টিম এ গ্রুপে ভারত বনাম অস্ট্রেলিয়া টাই
  • হকি (রাত ১১টা ৩০ মিনিট)-মহিলাদের পুল এ-তে ভারত বনাম ওয়েলস
  • বক্সিং (রাত ১টা ১৫ মিনিট)- ৯২ কেজি বিভাগে রাউন্ড ১-এ সঞ্জিত বনাম পিএফ অ্যাটো লিউ