Lakshya Sen. (Photo Credits: Twitter)

বার্মিংহ্যাম, ৮ অগাস্ট: কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধুর সোনা জয়ের পর এবার পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন লক্ষ্য সেন। লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত । ২০টি সোনা,১৫টি রুপো, ২২টি ব্রোঞ্জ জিতে ভারত এখন পদক তালিকায় চারে। নিউ জিল্যান্ড সেখানে ১৯টি সোনা, ১২টি রুপো, ১৭টি ব্রোঞ্জ জিতে পাঁচ নম্বরে। ভারতের সামনে এখনও তিনটি ইভেন্ট থেকে সোনা জয়ের সুযোগ আছে,  সেখানে কিউইদের সামনে মাত্র একটা ইভেন্ট বাকি।  ফলে কিউইরা সেই ইভেন্টে সোনা জিতলে, আর ভারত বাকি তিনটি ইভেন্টের ফাইনালে হারলেও রুপো বেশি জেতায় ভারতের তার নম্বর স্থান পাকা হল।

পুরুষ ও মহিলাদের সিঙ্গলস-চলতি কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনের সবচেয়ে বড় দুটো ইভেন্টেই পদক জিতল ভারত। পুরুষদের ফাইনালে লক্ষ্য সেন হারালেন মালয়েশিয়ার নাং তেজে ইয়ংকে। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সোনার পাশাপাশি ব্রোঞ্জও জিতেছে ভারত। গতকাল, পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। বোঝাই যাচ্ছে চিনের অনুপস্থিতিতে ব্য়াডমিন্টন বিশ্বের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। আরও পড়ুন- সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বাহক শরৎ কমল, নিখাত জারিন

আজ, সোমবার পুরুষদের সিঙ্গলসের উত্তেজক ফাইনালের মালয়েসিয়ান তারকরা বিরুদ্ধে লক্ষ্য সেন  প্রথম গেমে ১৯-২১ হেরেও পরের দুটিতে ২১-৯, ২১-১৬-তে জিতে সোনা জিতলেন। এর আগে যুব অলিম্পিক, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও সিনিয়র পর্যায়ে লক্ষ্যের এটিই প্রথম বড় আন্তর্জাতিক মঞ্চে সিঙ্গলসে সোনা। ক মাস আগে অবশ্য দলগত থমাস কাপে ভারতকে সোনা এনে দিয়েছিলেন লক্ষ্য।

দেখুন টুইট

অবশেষে কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনার খরা কাটালেন পিভি সিন্ধু। ২০১৪ গ্লাসগো গেমসে ব্রোঞ্জ, ২০১৮ গোল্ডকোস্টে রুপোর পর ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সিন্ধু। ফাইনালে মিচেল লি-কে ২১-১৫, ২১- এ হারিয়ে চলতি গেমসে ভারতকে ১৭তম সোনার পদক এনে দিলেন হায়দরাবাদের মহাতারকা শাটলার। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে অবশ্য মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু। তবে কমনওয়েলেথে সিঙ্গলসে এই প্রথম সোনা জয়।