KKR. (Photo Credits: Twitter)

আবুধাবি, ২৫ সেপ্টেম্বর: আইপিএল ২০২১-এর প্রথমার্ধ ভারতে একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। কিন্তু সংযুক্ত আরবআমিরশাহিতে (UAE) দুটো খেলে দুটোতে জিতে এখন আবার 'করব লড়ব জিতব রে'-এর সুর বাজছে কেকেআর (KKR) শিবিরে। আরব দেশে শুরুটা দারুণ হয়েছে কেকেআর-এর। টুর্নামেন্টের দুই ফেভারিট বেঙ্গালুরু (RCB) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কে উড়িয়ে দিয়েছেন ইয়ন মর্গ্যানরা। এবার সামনে চেন্নাই সুপার কিংস। যে চেন্নাই একেবারে অপ্রতিরোধ্য গতিতে প্লে অফের দিকে এগিয়ে চলেছে।

রবিবার কেকেআর-কে হারালেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের (৯ ম্যাচে ১৪ পয়েন্ট)। অন্যদিকে, কলকাতা এই ম্যাচে জিতলে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়বে। এমন একটা ম্যাচের আগে সতর্ক দুই শিবির। আরও পড়ুন: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ম্যাচের আগে কোনও সমস্যা না হলে, দুই দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না। টসে জিতে বড় রান করাই প্রথম লক্ষ্য থাকবে দুই দলের। আবুধাবিতে পিচ ব্যাটসম্যানদের সহায়ক। দুই দলের শক্তির জায়গা হল বোলিং। তবে ব্যাটিংলাইনআপও বেশ ভাল। খাতায় কলমে কলকাতার থেকে এগিয়ে রাখতে হচ্ছে চেন্নাইকে। চেন্নাই ব্যাটিংলাইনআপে আছেন ফাফ দুপ্লেসি, রায়াড়ু, রায়না, ধোনি, জাদেজার মত ব্যাটসম্যান। তার ওপর আবার তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় স্বপ্নের ফর্মে আছেন। চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা ঈর্ষনীয় ব্রাভোকে ব্যাট করতে হচ্ছে আটে, দশে নামছেন দীপক চাহার।

কখন, কোথায় হবে কেকেআর (KKR) বনাম সিএসকে (CSK) ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, ২৬ সেপ্টেম্বর, ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে

শুরু হবে এই ম্যাচ।

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।

অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।

কেকেআর সম্ভাব্য একাদশ- শুবমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লোকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।

চেন্নাই সুপার সিংস সম্ভাব্য একাদশ- ফাফ দুপ্লেসি, ঋতুরাজ গায়কোয়েড়, আম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি, (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হ্যাজেলডউ।