Delhi Capitals vs Rajasthan Royals

আইপিএলে (IPL 2021) আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস শীর্ষস্থানে যেতে চাইবে আজকের ম্যাচ জিতে। অন্যদিকে রাজস্থানও জয়ের গতি ধরে রাখতে আগ্রহী হবে। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি প্রথম লেগের ৮টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতেছিল। পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে তারা ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় লেগে শুরু করেছে। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার দারুন ফর্মে রয়েছেন। বোলিং বিভাগের দিকে তাকালে, গত ম্যাচে পেসার কাগিসো রাবাদা এবং আনরিচ নর্টজে হায়দরাবাদের মেরুদণ্ড ভেঙে দেন।

অন্যদিকে, রাজস্থান নিজেদের গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে। এই জয় অনেকটা আত্মবিশ্বাস জোগাবে তাদের। দিল্লির বিপক্ষে জয় পেলেই লিগ টেবিলের চতুর্থ স্থানে চলে যাবে তারা। পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের যশস্বী জয়সওয়াল এবং মহিপাল লোমর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তবে অধিনায়ক সঞ্জু স্যামসনকে আরও দায়িত্ব নিতে হবে। বোলিং বিভাগে পেসার কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান ভাল ফর্মে রয়েছেন।

আরও পড়ুন: Australia Women Vs India Women: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও হার ভারতের মেয়েদের, সিরিজ জিতল অস্ট্রেলিয়া

দুই দলের সম্ভাব্য একাদশ:

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, অক্সার প্যাটেল, আর অশ্বিন, কাগিসো রাবাদা, আনারিচ নর্টজে, আবেশ খান।

রাজস্থান রয়্যালস: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান।

পরিসংখ্যান: দুই দল এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ২৩ বার। তার মধ্যে ১২টি ম্যাচ জিতেছে রাজস্থান। ১১টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস।