চেন্নাই, ১৪ মে: চলতি আইপিএলে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে চিপকে কেকেআর-কে করতে হবে ১৪৫ রান। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস করল ৬ উইকেটে ১৪৪ রান। চিপকে স্লো পিচে দুরন্ত বল করলেন কেকেআর-এর তারকা স্পিনার সুনীল নারিন। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন নারিন। ৩৬ রান দিয়ে দুটি উইকেট নিলেন বরুণ চক্রবর্তীও।
চেন্নাই ৭২ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে বড় চাপে ছিল। সেখান থেকে ৩৪ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস দলকে লড়ার মত জায়গায় নিয়ে যান শিবম দুবে। আরও পড়ুন-তিন ডজন গোল হাল্যান্ডের, তিন গোলে জিতে খেতাবের আরও কাছে সিটি
দেখুন নারিন জাদুর ভিডিয়ো
Ambati Rayudu ✅
Moeen Ali ✅
Bamboozling twice, the Sunil Narine way 😎
Relive the two dismissals here 🎥🔽 #TATAIPL | #CSKvKKR pic.twitter.com/QnM2nnWRww
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
দুবেকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা (২৪ বলে ২০)। চেন্নাইয়ের কিউই ওপেনার ডেভন কনওয়ে ২৮ বলে করেন ৩০ রান। রান পাননি ঋতুরাজ গায়কোয়েড় (১৭), আজিঙ্কা রাহানে (১৬), আম্বাতি রায়াড়ু (৪), মইন আলি (১)। ধোনি ইনিংসের একেবারে শেষের দিকে নেমে ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।