ইংলিশ প্রিমিয়র লিগ খেতাব জয়ের আরও কাছে চলে গেল ম্যানচেস্টার সিটি। রবিবার গুডিসন পার্কে এভার্টনকে ৩-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা আর্সেনালের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল সিটি। বাকি থাকল আর তিনটি ম্যাচ। আগামী দুটি ম্যাচে জিতলেই গতবারের মত এবারও ইংল্যান্ডে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হবে পেপ গুয়ার্দিওলার দল। প্রসঙ্গত, গত পাঁচটা প্রিমিয়র লিগে চার বারই চ্য়াম্পিয়ন হয়েছে সিটি। ২০১৭-র পর থেকে একমাত্র ২০২০-২১ মরসুমে লিভারপুল ছাড়া প্রতিবার খেতাব জিতেছে নীল ম্য়ানচেস্টার।
রবিবার এভার্টনের বিরুদ্ধে সিটির জয়ে দুটি গোল করেন জার্মান তারকা ইলিকে গানদোগান। আর একটি গোল করেন নরওয়ের গোলমেশিন এরলিং হাল্যান্ড (Erling Haaland)। চলতি প্রিমিয়র লিগে রেকর্ড ৩৬টি গোল করা হয়ে গেল হাল্যান্ডের। চলতি মরসুমে হাল্যান্ডের এটি ৫২তম গোল।
দেখুন টুইট
🚨📊| Erling Haaland has now scored 36 GOALS in the Premier League this season 🤯 pic.twitter.com/Asfv4yImby
— CentreGoals. (@centregoals) May 14, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)