দোহা, ১৭ ডিসেম্বর: তৃতীয় স্থান পাওয়া হল না মরক্কো-র। শনিবার ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারাল আফ্রিকার দেশ মরক্কোকে। ম্যাচের ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জোসকো গাভারিদল। দু'মিনিটের মধ্যেই আচরাফ ডারির গোলে সমতায় ফেরে মরক্কো। এরপর ম্যাচের ৪২ মিনিটে মিসলাভ ওরসিচের গোলে ২-১ এগিয়ে যায় ক্রোটরা। সেই শেষ। অনেক চেষ্টা করেও আর সমতা ফিরতে পারেনি মরক্কো।
২০১৮ বিশ্বকাপে রানার্স হওয়ার চার বছর পর তৃতীয় হয়ে ক্রোটরা বোঝালো আন্তর্জাতিক ফুটবলে তারা কতটা ধারাবাহিক। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় হয়েছিল ক্রোটরা। সেবার ডাভর সুকেরের ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছিল ডাচদের। আরও পড়ুন-দৃষ্টিহীনদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
দেখুন টুইট
🇭🇷🥉 pic.twitter.com/YefjC8HQRH
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। আর মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে ওঠে মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালকে হারিয়ে চমকে দেয় মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া হারায় ব্রাজিলকে।
কোন বিশ্বকাপে কারা তৃতীয়
২০২২ বিশ্বকাপ- ক্রোয়েশিয়া, ২০১৮ বিশ্বকাপ-বেলজিয়াম, ২০১৪ বিশ্বকাপ-নেদারল্যান্ডস, ২০১০ বিশ্বকাপ-জার্মানি, ২০০৬ বিশ্বকাপ-জার্মানি, ২০০২ বিশ্বকাপ-তুর্কি, ১৯৯৮ বিশ্বকাপ-ক্রোয়শিয়া, ১৯৯৪ বিশ্বকাপ-সুইডেন, ১৯৯০ বিশ্বকাপ-ইতালি।