Indian Blind Cricket Team. (Photo Credits: Twitter)

টানা তিনবার দৃষ্টিহীনদের বিশ্বকাপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। ২০১২, ২০১৭-র পর ২০২২ সালে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে বিশ্বসেরা হল ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। সেই সঙ্গে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বজায় রাখল ভারত।

এদিন ফাইনালে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দৃষ্টিহীন দল করে ২ উইকেটে ২৭৭ রান। জবাবে পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ ৩ উইকেটে করে ১৫৭ রান।

দেখুন ভিডিয়ো

চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে ভারতের দৃষ্টিহীন দলের অধিনায়ক অজয় রেড্ডি আবেদন জানালেন, এবার যেন তাদের খেলায় নজর ঘোরান দেশবাসী। ভারতের দৃষ্টিহীন দল  তিনবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুটি ওয়ানডে বিশ্বকাপেও ট্রফি জিতেছে। আরও একবার বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছে দেশবাসী।

দেখুন টুইট

৫ ডিসেম্বর থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হয় দৃষ্টিহীনদের তৃতীয় টি-২০ বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেপাল-এই ৬টি দেশকে নিয়ে আয়োজিত হয় এবারের দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ। দৃষ্টিহীনদের বিশ্বকাপে প্রতি দলে ১১জন ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৪জন সম্পূর্ণ দৃষ্টিহীন ক্রিকেটার, তিনজন আংশিক দৃষ্টিহীন ও চারজন আংশিক দৃষ্টিশক্তি থাকা ক্রিকেটারদের রাখতে হয়। দৃষ্টিহীনদের ক্রিকেটে বল একটু বড় আকারের হয়, বলের মধ্য়ে এমন একটা জিনিস রাখা হয় যাতে আওয়াজ হয়। প্লাস্টিকের বলে খেলা হয়।