টানা তিনবার দৃষ্টিহীনদের বিশ্বকাপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। ২০১২, ২০১৭-র পর ২০২২ সালে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে বিশ্বসেরা হল ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। সেই সঙ্গে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বজায় রাখল ভারত।
এদিন ফাইনালে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দৃষ্টিহীন দল করে ২ উইকেটে ২৭৭ রান। জবাবে পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ ৩ উইকেটে করে ১৫৭ রান।
দেখুন ভিডিয়ো
BREAKING: #TeamIndia 🇮🇳 wins the Blind Cricket World Cup 2022 defeating Bangladesh in the final at Bangalore. Sweetest victory by #TeamIndia to celebrate the moment. #INDvBAN #BANvIND
— Karamdeep Singh (@oyeekd) December 17, 2022
চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে ভারতের দৃষ্টিহীন দলের অধিনায়ক অজয় রেড্ডি আবেদন জানালেন, এবার যেন তাদের খেলায় নজর ঘোরান দেশবাসী। ভারতের দৃষ্টিহীন দল তিনবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুটি ওয়ানডে বিশ্বকাপেও ট্রফি জিতেছে। আরও একবার বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছে দেশবাসী।
দেখুন টুইট
T20 Blind Cricket World Cup winners
2012 - India
2017 - India
2022 - Indiapic.twitter.com/KzlCO7DvcX#Cricket #BlindT20WorldCup #IndianCricket #TeamIndia pic.twitter.com/J8TsByysWv
— Jega8 (@imBK08) December 17, 2022
৫ ডিসেম্বর থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হয় দৃষ্টিহীনদের তৃতীয় টি-২০ বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেপাল-এই ৬টি দেশকে নিয়ে আয়োজিত হয় এবারের দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ। দৃষ্টিহীনদের বিশ্বকাপে প্রতি দলে ১১জন ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৪জন সম্পূর্ণ দৃষ্টিহীন ক্রিকেটার, তিনজন আংশিক দৃষ্টিহীন ও চারজন আংশিক দৃষ্টিশক্তি থাকা ক্রিকেটারদের রাখতে হয়। দৃষ্টিহীনদের ক্রিকেটে বল একটু বড় আকারের হয়, বলের মধ্য়ে এমন একটা জিনিস রাখা হয় যাতে আওয়াজ হয়। প্লাস্টিকের বলে খেলা হয়।