লন্ডন, ১৫ অগাস্ট: প্রিমিয়র লিগে ব্রেনফোর্ডের বিরুদ্ধে ০-৪ গোলে মহালজ্জার হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডে বিতর্কের ঝড় অব্যাহত। প্রিমিয়র লিগ তালিকায় সবার নিচে থাকা ক্লাবের খারাপ সময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র আচরণ, ব্যবহার নিয়ে বিরক্ত ম্যানচেস্টার ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট-কর্তারা। ইংল্যান্ডের এক দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশ, রোনাল্ডোর সঙ্গে চুক্তি খারিজ করতে পারে ক্লাব। তবে এই খবর অস্বীকার করেছে ম্যান ইউ।
সংবাদমাধ্যমে প্রকাশ, ম্যানচেস্টারে এখন রোনল্ডো এতটাই কোণঠাসা যে তিনি ক্লাবের ক্যান্টিনে টেবিলে একা খাচ্ছেন। কেউ তাঁর সঙ্গে কথা বলছেন না। রোনাল্ডোর আচরণে ক্ষুব্ধ তাঁর ক্লাব সতীর্থরাও। আরও পড়ুন-লা লিগার প্রথম ম্যাচে পিছিয়ে থেকে জয় রিয়ালের, দেখুন অনবদ্য ফ্রিকিক থেকে আলাবা-র গোলের ভিডিও
দেখুন টুইট
🚨 Cristiano Ronaldo's situation is so tense that the Portuguese striker has been seen several times eating alone at his table in the Manchester United canteen.
(Source: @TheAthleticUK) pic.twitter.com/rpgxx1N3eF
— Transfer News Live (@DeadlineDayLive) August 15, 2022
আগামী ২৩ অগাস্ট প্রিমিয়র লিগে ঘরের মাঠে লিভারপুলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামছে এরিক টেন হ্যাগের দল। তার আগে রোনাল্ডোকে নিয়ে জল্পনা বন্ধ করে নিজেদের ঘর গোছাতে চাইছে লাল ম্যানচেস্টার।
দেখুন টুইট
BREAKING: Manchester United may have to consider terminating Cristiano Ronaldo's contract unless they see a change in his attitude. pic.twitter.com/B8jh0hnMxx
— SPORTbible (@sportbible) August 14, 2022
পর্তুগীজ মহাতারকাকে পুরো মরসুমের জন্যই রেখে দেওয়া হবে এমন কথা ম্যানচেস্টার ইউনাইটেডে র কেউ জোর দিয়ে না বললেও, এখনই সিআরসেভেন-কে ছাড়া হচ্ছে না সেটা অনেকেই বলছেন। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলিতে অবশ্য অন্যরকম কথা বলা হচ্ছে।