বিশ্বকাপের মাঝে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)-র দলবদল নিয়ে বড় খবর। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর, অবশেষে ক্লাব পেলেন পর্তুগীজ মহাতারকা ফুটবলার। আর স্পেন, ইতালি কিংবা ইংল্যান্ড নয়, ক্লাব ফুটবলে রোনাল্ডোর নতুন গন্তব্য এখন সৌদি আরব। তেলের দেশ সৌদির ক্লাল আল-নাসার (Al-Nasar)-এ খেলতে দেখা যাবে সিআরসেভেন (CR7)-কে। ইউরোপের এক সংবাদমাধ্যমে দাবি, আল-নাসা-এ রোনাল্ডোর সই শুধুই সময়ের অপেক্ষা। বিশ্বকাপ মিটলেই কাতার থেকে সোজা জেড্ডায় উড়ে গিয়ে সৌদির ক্লাবে খেলতে সই করবেন রোনাল্ডো। আগামিকাল, মঙ্গলবার প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে রোনোল্ডোর পর্তুগাল।
ঠিক তার আগে মার্কা জানালেন, আড়াই বছরের চুক্তিতে মধ্য প্রাচ্যের এই দেশে ক্লাব ফুটবল যাচ্ছেন ৩৭-এর রোনাল্ডো। প্রতি মরসুমে রোনাল্ডো নেবেন রেকর্ডে ২০০ মিলিয়ন ইউরো। চলতি কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। এবার মেসিদের হারানো দেশের ক্লাব ফুটবলেই যাচ্ছেন রোনাল্ডো। আরও পড়ুন-স্লো ওভার রেটের দায়ে রোহিত শর্মাদের দেওয়া হল যে বড় শাস্তি
দেখুন টুইট
Free agent Cristiano Ronaldo will sign a 2.5-year contract with Saudi Arabian side Al Nassr in a deal potentially worth $200M per season, reports @marca 💰 pic.twitter.com/GHJeOKdtqf
— B/R Football (@brfootball) December 5, 2022
সৌদির ক্লাবে সই করায় রোনাল্ডোকে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে না। রোনাল্ডো নিজে চেয়েছিলেন কোনও চ্যাম্পিয়ন্স লিগে খেলা ক্লাবের হয়ে খেলবেন। কিন্তু সারাটা মরসুম প্রায় ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ বেঞ্চে কাটানো রোনাল্ডোকে নিয়ে আগ্রহ দেখায়নি ইউরোপের কোনও ক্লাব। নাপোলি থেকে চেলসি, ম্যানচেস্টার সিটি-তে রোনাল্ডোর সই নিয়ে জল্পনা চললেও, তেমন কিছু হয়নি।