
Cristiano Ronaldo: সৌদি আরবের ক্লাব আল-নাসারের ( সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। ৪০ বছরের রোনাল্ডো এবার কোথায় যোগ দেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জোর জল্পনা আাগমী ১৫ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যাবে রোনাল্ডো (Ronaldo)-কে। খোদ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো নিজেও জানিয়ে ছিলেন, রোনাল্ডোকে এবারের ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যাবে। আল নাসার এবারের ক্লাব বিশ্বকাপে খেলছে না। এবারের ক্লাব বিশ্বকাপে ৬টি মহাদেশ থেকে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। জল্পনা, এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কোনও একটি দলে অস্থায়ীভাবে যোগ দিয়ে খেলতে নামবেন রোনাল্ডা। এমনকী পর্তুগীজ মহাতারকার ফের ইউরোপের কোনও ক্লাবে যোগদান নিয়েও জল্পনা চলছে। কিন্তু ক্লাব বিশ্বকাপে খেলার জল্পনায় জল ঢেলে দিলেন রোনাল্ডো।
আল নাসারের জার্সিতে ৯৯টি গোল করেছেন রোনাল্ডো
পর্তুগালের ৪০ বছরের মহাতারকা ফুটবলার সাফ জানালেন, তিনি এবারের ক্লাব বিশ্বকাপে খেলছেন না। সংবাদমাধ্যমে প্রকাশ, রোনাল্ডো আরও একটা বছর হয়তো আল-নাসেরেই থেকে যাবেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন সিআরসেভেন। আল নাসারের জার্সিতে ১১১টি ম্যাচ খেলে ৯৯টি গোল করেন রোনাল্ডো। গত মাসেই চলতি মরসুমে সৌদির এই ক্লাবের হয়ে মরসুমের শেষ ম্যাচ খেলার পর নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন CR7।
রবিবার রাতে নেশনস লিগের ফাইনালে খেলবেন রোনাল্ডো
দিন দুয়েক আগেই উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে পর্তুগালের জয়ে নায়ক হয়েছিলেন রোনাল্ডো। রোনাল্ডোর গোলেই ফাইনালে উঠে পর্তুগাল খেতাবি লড়াইয়ে রবিবার রাতে স্পেনের বিরুদ্ধে নামছে। সব ঠিক থাকলে, আগামী বছর ফিফা বিশ্বকাপে ৪১ বছর বয়সে নামতে চলেছেন রোনাল্ডো। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য নিজের ফিটনেসের পিছনে খুব পরিশ্রম করছেন রোনাল্ডো।