২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) ম্যাচ খেলতে কাতারে ইতিমধ্যেই পৌছে গেছেন পর্তুগাল (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আগামী ২৪ নভেম্বর ফার্নান্দো সান্তোসের(Fernando Santos) দল ঘানার (Ghana)বিরুদ্ধে গ্রুপ এইচ-এ তাদের অভিযান শুরু করতে চলেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সিআর৭ (CR7) তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের দিলেন তাঁর বার্তা। তিনি বলেন-
"ভাল শক্তি, ভাল অনুভূতি, একই প্রতিশ্রুতি এবং একই একাগ্রতা যা আমরা প্রতিটি চ্যালেঞ্জে রেখেছি। ফোকাস! ইচ্ছা! বিশ্বাস! আপনি যেখানেই থাকুন না কেন, পর্তুগাল, সর্বদা!"
View this post on Instagram
ঘানার বিপক্ষে লড়াইয়ের পর, পর্তুগাল ২৮ নভেম্বর উরুগুয়ের (Uruguay)বিপক্ষে খেলবে। তাদের শেষ গ্রুপ লিগের খেলা ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার (South Korea) বিপক্ষে।পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশ্চিয়ানো কাতারে তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলছেন। এখনও পর্যন্ত চারটি বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন।