Cristiano Ronaldo and Georgina Rodriguez (Photo Credits: Instagram)

কাতার বিশ্বকাপ শেষের পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুনিয়াটা যেন বদলে গিয়েছে। বিশ্বকাপ শুরুর মুখে ম্যানচেস্টার ইউনাইটেউড কোর্চ-কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে ক্লাব ছেড়েছিলেন। বিশ্বকাপে ব্যর্থতার পর আর ইউরোপে না ফিরে রোনাল্ডো এখন এশিয়ার সৌদি আরবে ক্লাব আল নাসেরে ফুটবল খেলবেন। আর রোনাল্ডোর এই দুনিয়ার প্রান্ত বদলে বদল হয়েছে অনেক কিছু। এই যেমন, বিয়ে না করে শুধু গার্লফ্রেন্ড তকমা থাকা জর্জিনহা রডরিগেজের সঙ্গে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে রোনাল্ডোর। ফুটবল জীবনে বহু দেশে থেকেছেন সিআরসেভেন। পর্তুগাল থেকে ইংল্যান্ড, রানীর দেশ থেকে স্পেন, স্পেন থেকে ইতালি, ইতালি হয়ে ফের ইংল্যান্ড। পেশাদার ক্লাব ফুটবলার হয়ে কত যে দেশ ঘুরেছেন পর্তুগীজ মহাতারকা।

এত দেশ ঘুরেও রোনাল্ডোকে কখনও ভাবতে হয়নি গার্লফ্রেন্ডের সঙ্গে থাকা নিয়ে। কিন্তু সৌদির আইনে বিয়ে না করে কোনও পুরুষ কখনই কোনও মহিলার সঙ্গে সংসার করতে পারে না। এদিকে, রেকর্ড অর্থের চুক্তিতে গার্লফ্রেন্ডক জর্জিনাকে নিয়ে সৌদিতে এসে জমিয়ে সংসার পেতেছেন রোনাল্ডো।

বান্ধবী বা গার্লফ্রেন্ড সম্পর্কে সৌদিতে এক সঙ্গে থাকা যায় না। এই আইনে মহাসমস্যায় পড়তে পারেন রোনাল্ডো। এমনকী জর্জিনাকে নিয়ে থাকলে সৌদিতে জেলও খাটতে হতে পারে রোনাল্ডোকে। স্পেনের এক পত্রিকা এমন সংশয় প্রকাশ করে বড় প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন বলা হয়েছিল, রোনাল্ডোর আইনজীবীরা নাকি সৌদি আরবের আইনমন্ত্রকে এই ব্যাপারে কথাও বলেছিলেন। আরও পড়ুন-আজ রাতে নামছে পিএসজি, খেলবেন কি মেসি!

কিন্তু সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, বিদেশ থেকে সেখানে আসা কারও জন্য এই আইন প্রযোজ্য নয়। তা ছাড়া এই আইনে যতক্ষণ না কোনও নির্যাতন বা অপরাধ সংক্রান্ত কোনও মামলা হচ্ছে, ততক্ষণ তা নিয়ে পুলিস মাথা ঘামায় না।

২০১৬ সাল থেকে জর্জিনহার সঙ্গে একসঙ্গে থাকেন রোনাল্ডো। তাঁদের দুটি সন্তানও আছে।