BAN vs ZIM Test Series 2025: জিম্বাবয়ের বিপক্ষে এই মাসে টেস্ট সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ ক্রিকেট। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে। জিম্বাবয়ে এবং বাংলাদেশ ২০২১ সালের জুলাইয়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছিল। যেখানে বাংলাদেশ হারারেতে ২২০ রানের বিশাল জয় পায়। এর আগে জিম্বাবয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি টেস্ট ম্যাচ খেলতে আসে। যেখানে বাংলাদেশ এক ইনিংস এবং ১০৬ রানের দুর্দান্ত জয় নিশ্চিত করে। এবারেও বড় জয়ের কথা মাথায় রেখে জিম্বাবয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাদা বলের পেস তারকা তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib) প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। Litton Das: পিএসএলের আগে স্ত্রী কন্যার সঙ্গে পশুপতিনাথের দর্শনে লিটন দাস, দেখুন ছবি
অ্যাকিলিস টেন্ডনে চোট পাওয়ায় অনিশ্চিত রয়েছেন ৩০ বছর বয়সী পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed), যার জায়গায় সাকিব দলে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলে আর একজন উল্লেখযোগ্য অনুপস্থিত তারকা হলেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস (Litton Das), যিনি সেইসময় পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) খেলবেন। তবে বাংলাদেশ স্কোয়াডে বড় খবর হল অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)-র ফিরে আসা। আগের টেস্ট সিরিজ মিস করার পর দলকে নেতৃত্ব দিতে ফিরেছেন তিনি। আগের সিরিজ মিস করা মুশফিকুর রহিমও (Mushfiqur Rahim) দলে ফিরেছেন বাংলাদেশকে শক্তিশালী করতে। জিম্বাবয়ের কথা বলতে গেলে ক্রেইগ আরভিন (Craig Ervine) অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন। ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ড টেস্ট মিস করেন তিনি। পিঠের চোট থেকে সেরে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস (Sean Williams)।
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজের স্কোয়াড
বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবয়ে স্কোয়াডঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২০-২৪ এপ্রিল, ২০২৫, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
দ্বিতীয় টেস্ট: ২৮ এপ্রিল-২ মে, ২০২৫, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজের সরাসরি সম্প্রচার
ভারতঃ বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে অনলাইনে ফ্যানকোডে এই ম্যাচ দেখা যাবে।
বাংলাদেশঃ বাংলাদেশ বনাম জিম্বাব টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)।