কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান সারলেন ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। নিজের বাগদানের ঘোষণা ও ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। চাহাল তাঁর টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি সহ লিখেছেন, "আমরা আমাদের পরিবারের সঙ্গে হ্যাঁ বলেছি।"
বাগদানের আগে চাহাল ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে বেশ কয়েকটি জুম ওয়ার্কশপে উপস্থিত হয়েছিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে ধনশ্রী পেশাদার কোরিওগ্রাফার ছাড়াও চিকিৎসক। ইউটিউবেও তিনি বেশ সক্রিয় রয়েছেন। আরও পড়ুন: ICC T20 World Cup 2020: ২০২০ সালের পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে ২০২২ সালে, ১ বছর পিছিয়ে গেল মহিলাদের বিশ্বকাপও
We said “Yes” along with our families❤️ #rokaceremony pic.twitter.com/Sf4t7bIgQt
— Yuzvendra Chahal (@yuzi_chahal) August 8, 2020
করোনাভাইরাস মহামারীর চাহাল বড়িতেই রয়েছেন। তবে তিনি আইপিএল ২০২০-র জন্য অনুশীল পুনরায় শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এবারের আইপিএল। টুর্নামেন্টে ফের চাহালের ভেলকি দেখার অপেক্ষায় অনুরাগীরা।