ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর এবার নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন তিনি। পূর্ব পরিকল্পনা মতই ক্রিকেট থেকে অবসরের পর কোচিং জীবন শুরু করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কয়েক মাস আগেই গত মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলার পর ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ঋদ্ধিমান। তারপর থেকেই ঋদ্ধির কোচিংয়ে আসার বিষয়টি সামনে এসেছিল। সিএবি (Cricket Association of Bengal (CAB)) কর্তারা চাইছিলেন, ঋদ্ধির মতো প্রাক্তন ভারতীয় তারকার অভিজ্ঞতাকে কাজে লাগাতে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে পারেন ঋদ্ধিমান। তবে সম্প্রতি ঋদ্ধিমানের সঙ্গে সিএবির কথাবার্তা চূড়ান্ত হয়েছে (Wriddhiman Saha Under 23 Bengal Cricket Team Coach)। অনূর্ধ্ব-২৩ দলের কোচিং শুরু করার আগে আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বেঙ্গল টি-টোয়েন্টি লিগে শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজির মেন্টার হিসেবে কাজ করবেন ঋদ্ধিমান।
Wriddhiman Saha may soon begin his coaching journey.
The former India wicketkeeper-batter is likely to replace Pranab Roy as Bengal’s U-23 coach if discussions with the Cricket Association of Bengal (CAB) progress as expected.https://t.co/giaDngJAP4
— Shayan Acharya (@ShayanAcharya) May 28, 2025
চলতি আইপিএলে কেকেআরের পক্ষ থেকে ঋদ্ধিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।ঋদ্ধি নিজে ধাপে ধাপে কোচিং কেরিয়ার এগোতে চান। সেই কারণেই আইপিএলে কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হননি ঋদ্ধিমান। যদিও সেই সময় ঋদ্ধি জানিয়েছিলেন, প্রথমে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর বড় মঞ্চে যেতে চান। সেই কথা মতই এবার সেই ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করছেন ঋদ্ধি।