Shreyas Iyer as ODI Captain: শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) সম্ভবত ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শ্রেয়সের অধিনায়ক হওয়ার কথা NDTV-কে এক বিসিসিআই সূত্র জানিয়েছে। অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সম্প্রতি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে ২০২৪ সালের জুলাই থেকে টি২০ আন্তর্জাতিক ম্যাচ মিস করার পর শুভমন গিল (Shubman Gill) সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে দলে ফিরে আসছেন। তবে ৩০ বছর বয়সী আইয়ার এই দলে জায়গা করতে পারেননি। তবে দৈনিক জাগরণের রিপোর্টও বলছে বিসিসিআই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করছে। ব্যস্ত ক্যালেন্ডারের কথা মাথায় রেখে বোর্ড একজন খেলোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্বে অতিরিক্ত চাপ দিতে চাইছে না। Asia Cup 2025 T20 India Squad: শ্রেয়সদের ব্রাত্য রেখেই এশিয়া কাপের দল ঘোষণা আগরকরদের, সূর্যর ডেপুটি হয়ে গিলের কামব্যাক
রোহিত শর্মার জায়গায় ওয়ানডে অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার
🚨 CAPTAIN IYER IN ODI CRICKET. 🚨
- Shreyas Iyer considered as the next ODI captain by the BCCI. (Abhishek Tripathi). pic.twitter.com/LURBD87A7s
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 21, 2025
গিল ইতিমধ্যে টেস্টে নেতৃত্ব দিচ্ছে এবং তাঁকে টি২০ ফরম্যাটেও এই ভূমিকায় একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে তাকে তিনটি ফরম্যাটের দায়িত্ব দিতে চাইছে না বিসিসিআই। সেক্ষেত্রে ওয়ানডের দায়িত্ব পেতে পারেন শ্রেয়স। তবে সেই ফরম্যাটে এখন অধিনায়ক পদে রয়েছেন রোহিত। এখন রোহিত শর্মা এই ফরম্যাট নিয়ে কি ভবিষ্যৎ সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর নির্ভর করবে সবটাই। রোহিতের সাথে আলোচনা করার পর এশিয়া কাপের পরে একটি সিদ্ধান্ত আসতে চলেছে। তিনি সরে গেলে আইয়ের ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক হিসেবে অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজের সময় দায়িত্ব নিতে পারেন। ৩৮ বছর বয়সী রোহিত ইতিমধ্যে টেস্ট এবং টি২০ থেকে অবসর নিয়েছেন। যদি তিনি ওয়ানডে থেকেও অবসর নেন, তবে আইয়্যারকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে এবং তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে পারেন।