Shubman Gill Retired Hurt (Photo Credit: Star Sports/ X)

Asia Cup 2025 T20 India Squad: কোনওরকম পরীক্ষানিরীক্ষা বা গত আইপিএলের পারফরম্যান্সের কথা মাথায় না রেখে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপ টি-২০-তে (Asia Cup 2025) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। আর সূর্যকুমারের ডেপুটি হচ্ছেন ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য পারফরম করা শুভমন গিল ()। গিল শেষবার দেশের হয়ে টি-২০ খেলেছেন গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। আইপিএলে দারুণ খেললেও সুযোগ দেওয়া হল না শ্রেয়স আইয়ারকে। ঠাঁই পেলেন না যশস্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণা, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরলেও। গত কয়েক মাস ধরে গড়ে তোলা টি-২০ দলটাই ধরে রেখে এশিয়া কাপে পাঠাচ্ছেন অজিত আগরকররা। চলতি বছর ফেব্রুয়ারিতে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের প্রথম একাদশ থেকে শুধু দুজনের নাম নেই- মহম্মদ সামি ও রবি বিষ্ণোই। ইংল্যান্ডে টেস্ট সিরিজে অনবদ্য খেলা যশস্বী জয়সওয়ালকেও স্কোয়াডে রাখা হয়নি। এবারের আইপিএলে কমলা টুপি জয়ী সাই সুদর্শন ও বেগুনি টুপি জয়ী প্রসিধ কৃষ্ণকেও দলে নেওয়া হয়নি।

কোন যুক্তিতে থেকে গেলেন রিঙ্কু সিং, বাদ গেলেন শ্রেয়স আইয়ার

আসলে এশিয়া কাপে দল নির্বাচনের সময় আগরকর ও বাকি জাতীয় নির্বাচকরা দেশের জার্সিতে টি-২০ পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর তাই আইপিএলে ভাল খেলেও ব্রাত্য শ্রেয়স আইয়ার-রা। আর যেহেতু গত কয়েক মাসে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমারের নেতৃত্বে টিম ইন্ডিয়া অনবদ্য খেলছে তাই কোর টিমের কাউকেই বাদ দিলেন না আগরকররা। তিলক ভর্মা, রিঙ্কু সিং-রা তাই স্কোয়াডে থেকে গেলেন। যশস্ব জয়সওয়ালকে না নিয়ে ওপেনার হিসাবে অভিষেক শর্মাকে রাখা নিয়ে আগরকরদের যুক্তি হল, টি-২০তে তাঁর ফর্ম আর বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা। আইপিএলে সেভাবে কিছু করে দেখাতে না পারলেও দেশের জার্সিতে ভাল খেলার সুবাদে নিজের জায়গা ধরে রাখলেন মিডল অর্ডারের দুই স্তম্ভ-তিলক ভর্মা ও রিঙ্কু সিং। ভাল খবর হল, জশপ্রীত বুমরাকে পাচ্ছেন সূর্যকুমার যাদব। বুমরার পাশাপাশি দুই স্পেশালিস্ট পেসার হিসাবে স্কোয়াডে থাকলেন আর্শদীপ সিং ও কেকেআর-তারকা হর্ষিত রানা।

এশিয়া কাপ টি-২০-তে টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াড--

টপ অর্ডার: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, শুভমন গিল।

মিডল অর্ডারে- সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, রিঙ্কু সিং।

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া (পেসার), শিবম দুবে (পেসার), অক্ষর প্যাটেল (স্পিনার)।

স্পেশালিস্ট স্পিনার- বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

স্পেশালিস্ট পেসার- জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা।

রিজার্ভ উইকেটকিপার: জিতেশ শর্মা।

এক নজরে ঘোষিত দল

ঘোষিত ১৫ জনের দল- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমন গিল, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং।