কানপুর, ৩০ সেপ্টেম্বর: India vs Bangladesh 2nd Test 2024 in Kanpur - আড়াই দিনেরও বেশী সময় বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যাওয়ার পরেও রোহিত শর্মার জয়ের চেষ্টার স্ট্র্যাটেজিতে এখন জমে গিয়েছে কানপুর টেস্ট।বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট করার পর, জবাবে ব্যাট করতে নেমে টি-২০-র ঢঙে ব্যাট করতে থাকেন রোহিত শর্মা-র। মাত্র ১৮ বলে ৫০ রান করে ফেলে টেস্টে নয়া নজির গড়ে টিম ইন্ডিয়া। এখন টিম ইন্ডিয়া বাংলাদেশের রানরকে প্রায় ধরে ফেলেছে। হাতে এখনও ৬টা উইকেট। এখনও দিনের খেলার বাকি আছে ২৫ ওভার। এখান থেকে ভারতের জয়, বাংলাদেশের জয় আর ড্র- তিনটি ফলাফলই এখন কানপুরের গ্রিন পার্ক
টেস্টে হতে পারে।
আসুন দেখে নেওয়া যাক এখান থেকে কী হলে কী হতে পারে।
ফল আসা কি সম্ভব
হ্যাঁ, সম্ভব। এর সবচেয়ে বড় কারণ হল টিম ইন্ডিয়া জয়ের জন্য মরিয়া। সঙ্গে গ্রিন পার্কের পঞ্চম দিনের পিচও রয়েছে। পঞ্চম দিনে অসমান পিচে ব্যাটারদের পক্ষে খুব বেশীক্ষণ টিকে থাকা কঠিন। তাই আর বৃষ্টি না নামলে খেলার ফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতকে জিততে হলে (৩০ শতাংশ সম্ভাবনা )
প্রথম ইনিংসে অন্তত ১৫০ রানের লিড আর অশ্বিন-জাদেজাদের জন্য অন্তত ৭০-৭৫ ওভার দিতে হবে। দুটোই সম্ভব। প্রথম ইনিংসে মমিনুল হকের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পরেও বাংলাদেশ ৭৪.২ ওভারে অল আউট হয়েছে। এখন টিম ইন্ডিয়া ব্যাটারদের দায়িত্ব হবে প্রথমে বাংলাদেশের ২৩৩ রানটাকে ছাপিয়ে যাওয়া, তারপর বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়িয়ে যত দ্রুত সম্ভব ১৫০ বা তার বেশী রানের লিড নেওয়া।
বাংলাদেশকে জিততে হলে (১০ শতাংশ সম্ভাবনা)
কাজটা কঠিন, কিন্তু এখনও হিসেবের বাইরে নয়। এটা করতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ২০-২৫ রানের লিড রাখতে হবে। তারপর দ্বিতীয় ইনিংসে ১৫০-২০০ রানের লিড নিয়ে ভারতকে চাপে রাখতে হবে। এরপর পঞ্চম দিনের পিচে অসাধারণ কিছু করতে হবে মিরাজদের। ব্যাপারটা অনেকটা কঠিন ঠিকই, কিন্তু ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয়।
ড্র হওয়ার সম্ভবনা কতটা (৬০ শতাংশ সম্ভাবনা)
আড়াই দিনেরও বেশী খেলা না হলে টেস্ট ড্র হয়, এটাই স্বাভাবিক। কিন্তু টিম ইন্ডিয়ার জয়ের মরিয়া চেষ্টা খেলাটাকে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে একটা বড় পার্টনারশিপ করে দিলেই ম্যাচ ড্র হয়ে যাবে। বড় পার্টনারশিপ মানে ৩৫-৪০ ওভারের জুটিতে ব্যাটিং।