আজ ১৬ ডিসেম্বর শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গ্রেনাডার সেন্ট জর্জেসের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড এই সিরিজে দুই ম্যাচেই হেরেছে। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ অবশ্যই জিততে হবে। যদিও দ্বিতীয় ম্যাচেও জয়ের সম্ভাবনা ছিল বাটলারদের। কিন্তু মাত্র ১০ রানের ব্যবধানে হেরে যায় তারা। স্যাম কারান ৩২ বলে ৫০ রান করে দলের আশা জাগালেও শেষ পর্যন্ত তার ইনিংসটি বৃথা যায়। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ছন্দের সঙ্গে রয়েছে ঘরে খেলার সুবিধা। আগের ম্যাচে অপরাজিত ৮২ রান করেছিলেন ব্র্যান্ডন কিং। ৫০ রান করা রোভম্যান পাওয়েলের সঙ্গে ৮০ রানের জুটিও গড়েন তিনি। প্রথম ম্যাচে তিন উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বেশ ভালো পারফরম্যান্স করেন আন্দ্রে রাসেল। PAK vs AUS 1st Test Day 3 Stumps: চরম সংকটে পাকিস্তান, দিনের শেষে ২ উইকেট খুইয়ে অজি লিড ৩০০
Dre Russ takes the #mastercardpricelessmoment with this innovative maximum🤯 🏏💥 pic.twitter.com/LqiDWTszJc— Windies Cricket (@windiescricket) December 14, 2023
ইংল্যান্ড দল: ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), উইল জ্যাকস, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, টাইমাল মিলস, মঈন আলী, রিস টপলি, গাস অ্যাটকিনসন, জন টার্নার।
ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মতি, রস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, ম্যাথু ফোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের সরাসরি সম্প্রচার (WI vs ENG Live Streaming)
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ?
১৬ ডিসেম্বর গ্রেনাডার সেন্ট জর্জেস জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ( National Cricket Stadium, St George's, Grenada) তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১১ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ দেখবেন
সরাসরি টিভিতে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবেনা।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, তৃতীয় টি-২০ ম্যাচ দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে