West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ জুলাই মুখোমুখি হবে WI বনাম AUS। সেন্ট কিটসের বাস্সেটেরের ওয়ার্নার পার্কে (Warner Park, Basseterre, St Kitts) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সিরিজে ০-২ পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠের দর্শকদের সামনে ঘুরে দাঁড়াতে চাইবে। অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় আয়োজকদের সিরিজে বাঁচার জন্য তাদের দলে কিছু পরিবর্তন আনতে হতে পারে। অন্যদিকে, অস্ট্রেলিয়া আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে। তাদের ব্যাটিং চমৎকার ফর্মে রয়েছে তবে তাদের বোলিং বেশ দুর্বল। বোলিং ঠিক করে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ রান দেওয়া থেকে বাঁচতে চাইবে তারা। WI vs AUS 3rd T20I Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজ
Roston Chase & Shai Hope climb into the top 🔟 of the ICC Men's T20 World Rankings.👏🏽 #MenInMaroon pic.twitter.com/0Kwjhdo5W5
— Windies Cricket (@windiescricket) July 24, 2025
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস, জুয়েল অ্যান্ড্রু, রোস্টন চেজ, গুদাকেশ মোতি।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ মিচেল ওয়েন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইংলিস, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, অ্যাডাম জাম্পা, কুপার কনোলি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ম্যাথু কুহেনেমান, বেন দ্বারশুইস।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ?
২৫ জুলাই সেন্ট কিটসের বাস্সেটেরের ওয়ার্নার পার্কে (Warner Park, Basseterre, St Kitts) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আগামিকাল ভোর ৪ঃ৩০টেয়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।