West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Dream11 Prediction: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ জুলাই মুখোমুখি হবে WI বনাম AUS। সেন্ট কিটসের বাস্সেটেরের ওয়ার্নার পার্কে (Warner Park, Basseterre, St Kitts) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? সিরিজে ২-০ লিডে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া তাদের বেঞ্চ স্ট্রেন্থ পরীক্ষা করার সুযোগ নিতে পারে। যদি সেরকম হয় তাহলে খুব সম্ভবত অ্যারন হার্ডি (Aaron Hardie) এবং নাথান এলিসকে (Nathan Ellis) খেলার সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে, রাসেলের অবসর এবং খারাপ ফর্মে থাকা শেরফেন রাদারফোর্ডের (Sherfane Rutherford) বদলে রস্টন চেজ (Roston Chase) এবং ওশানে থমাসকে (Oshane Thomas) দলে নিতে পারে। WI vs AUS 3rd T20I Dream11 Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
Australia's T20 form in the past 18 months is very strong! #WIvAUS
Why their depth has been the key: https://t.co/JDza0x9wli pic.twitter.com/NE3srULsIP
— cricket.com.au (@cricketcomau) July 25, 2025
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচের হেড টু হেডঃ
টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া। এই ২৪টি ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ বার এবং অস্ট্রেলিয়া ১৩ বার জিতেছে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
সেন্ট কিটসের বাস্সেটেরের ওয়ার্নার পার্ক চেস করার জন্য ভালো। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মেঘলা পরিবেশও থাকবে এবং তাই এই পিচে পেসারদের জন্য স্বর্গ হতে পারে। সেই দেখে মনে হচ্ছে টসে জিতে প্রথমে বল করতে চাইবে অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৯০-২০০ রান
দ্বিতীয় ইনিংস:২১০-২২০ রান
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচে আমাদের Winning Prediction
অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। টেস্টে সিরিজে বিশাল জয়ের পর, অস্ট্রেলিয়ান দল জ্যামাইকাতে দুটি টি২০ ম্যাচ জিতে অনেক বেশী আত্মবিশ্বাসী। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজরা টেস্ট সিরিজের পর টি২০ সিরিজেও দুর্দান্ত পারফরমেন্সের পরেও লজ্জার হারের মুখোমুখি হয়েছে। সেন্ট কিটসের বাস্সেটেরের ওয়ার্নার পার্ক পিচ বোলারদের জন্য ভালো তাই এই ম্যাচ ব্যাটারদের থেকে বোলারদের গুরুত্ব অনেক বেশী। পিচে পেসারদের ভালো লাইন এবং লেন্থের দরকার, সেই দিক থেকে দেখলে অস্ট্রেলিয়ার দলে এই পিচ অনুযায়ী সবরকম খেলোয়াড় রয়েছে।
Google বলছে, আজ ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা-৪০% এবং অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা-৬০%