ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ঘোষণা করেছে যে জিম্বাবয়েতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দলে গুদাকেশ মোতির পরিবর্তে জনসন চার্লসকে রাখা হয়েছে। ১৮ জুন রবিবার থেকে শুরু হবে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব। বোর্ডের পক্ষ থেকে জানা যায়, বাঁ হাতি স্পিনার মতি পিঠের নীচের চোট সারিয়ে উঠতে পারেননি। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান তিন ম্যাচের একদিবসীয় সিরিজের জন্য সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরেছেন চার্লস। সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল একদিবসীয় কেরিয়ারের ৫০তম ওডিআই, যেখানে তিনি ৬৩ রান করেন। আগামী ১০ জুন শনিবার হারারেতে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের 'এ' গ্রুপে রয়েছে আয়োজক জিম্বাবয়ে, নেপাল, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।
Experienced opener Johnson Charles added to West Indies squad for World Cup Qualifier
Read @ANI Story | https://t.co/XbXo96QK0A#johnsoncharles #WorldCupQualifier #WestIndies pic.twitter.com/PDK1NAq6Oo
— ANI Digital (@ani_digital) June 9, 2023
ওয়েস্ট ইন্ডিজের সম্পূর্ণ স্কোয়াড- শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামরাহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, জনসন চার্লস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড।