Will Jacks (Photo Credit: MI/ X)

DC No Ball Controversy: গতকাল, ২১ মে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-কে প্লে অফে জায়গা করতে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম ১৮ ওভার অবধি ঝামেলা থাকলেও শেষ দুই ওভারে ৪৮ রান করে মুম্বই মোমেন্টাম কেড়ে নেয়। এই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে তিনটি উইকেট হারানোর পর ১৮১ রান করা সত্যিই এক কঠিন চ্যালেঞ্জ হয়ে যায় আত্মবিশ্বাসহীন দিল্লি দলের জন্য। দিল্লির ফাফ ডু প্লেসিস (Faf du Plessis) এবং কেএল রাহুল (KL Rahul) দুজনেই তাড়াতাড়ি আউট হলে ব্যাট করতে আসেন অভিষেক পোরেল (Abishek Porel)। বাঁহাতি এই ব্যাটসম্যানকে সামলাতে উইল জ্যাকস (Will Jacks) বল করতে আসেন। পোরেল পপিং ক্রিজের ভিতরে পা রাখতে দেরি করলে রায়ান রিকেলটন (Ryan Rickelton) তাকে স্টাম্প আউট করলে সব ঠিক ছিল। কিন্তু তার পরের বলটি করতে আম্পায়াররা তাঁকে অবৈধ ঘোষণা করে কিন্তু উইল জ্যাকস তো ওভার স্টেপ করেননি, তাহলে কি ঘটেছিল? Mumbai Indians vs Delhi Capitals, IPL 2025: সুর্যকুমার যাদবের সুবাদে আইপিএল প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স, বাদ দিল্লি ক্যাপিটালস

উইল জ্যাকসের স্পিন

আসলে জ্যাকস ওভার স্টেপ করেননি বা কোমরের উচ্চতায় বলও করেননি। তখন নো-বল দেওয়া হয় কারণ মুম্বই ইন্ডিয়ান্সের অফ সাইডে মাত্র তিনজন ফিল্ডার ছিল। ক্রিকেটের নিয়মে বলে, খেলার যেকোনো মুহূর্তে, একটি ফিল্ডিং দলে ছয়জনের বেশি ফিল্ডার অন সাইডে থাকতে পারবে না। এছাড়া ডেলিভারির মুহূর্তে, অন সাইডে ৫ এর বেশি ফিল্ডার থাকতে পারবে না। বোলারের ডেলিভারির মুহূর্তে, উইকেট-কিপার ছাড়া অন সাইডে পপিং ক্রিজের পেছনে দুইজনের বেশি ফিল্ডার থাকতে পারবে না। আম্পায়ার যদি দেখে এই নিয়ম ভাঙা হয়েছে তাহলে 'নো-বল' সংকেত দেওয়া হয়। ম্যাচে গতকাল আম্পায়াররা এই ভুল দেখেন এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে সার্কেলে অফ-সাইডে একজন অতিরিক্ত ফিল্ডার আনতে হয়।