Bat Checking Rule in IPL: আইপিএল ২০২৫ (IPL 2025)-এ ব্যাট গেজ পরীক্ষা (Bat Gauge Test) চালুতে ক্রিকেট বিশ্বে নতুন আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে টুর্নামেন্টে ব্যবহৃত ক্রিকেট ব্যাটের বৈধতা যাচাই করা হয়। এখন এই বিষয় নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। আসলে, আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের পুরুত্ব, প্রস্থ ও 'সুইট স্পট'-এর মাত্রা ঠিক কিনা সেটা পরিমাপ করতে এই পরীক্ষা করা হয়। আইপিএল কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ খেলার মানদণ্ড বজায় থাকে। এছাড়া ব্যাটার এবং বোলার এক্ষেত্রে সমান সুযোগ পায়। Bat Gauge Test, KKR Viral Video: ব্যাট গেজ পরীক্ষায় ব্যর্থ কেকেআর ব্যাটাররা, তালিকায় নারিন থেকে রাসেল
কেন এই সিদ্ধান্ত?
বিগত কয়েক বছরে টি২০ ক্রিকেটে ব্যাটের আকার-প্রকৃতিতে বড় রকমের পরিবর্তন এসেছে। শক্তিশালী ভারী ব্যাট ও মোটা গ্রিপের কারণে ব্যাটাররা সহজেই ছক্কার ফ্লাডগেট খুলে দিচ্ছেন। এরপর আইপিএলের তরফ থেকে জানানো হয় যে নতুন প্রজন্মের অতিরিক্ত পুরু বা মোটা ব্যাট খেলার মানকে প্রভাবিত করছে। ব্যাট গেজ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হবে যে সব দলই আইসিসির স্ট্যান্ডার্ড মেনে খেলছে।
এমআই বনাম ডিসি ম্যাচ চলাকালীন ব্যাট করতে যাওয়ার আগে আম্পায়াররা রোহিত শর্মার ব্যাট পরীক্ষা করছেন
Umpire checking Rohit Sharma's bat before he going to bat during MIvsDC match.🏏 pic.twitter.com/g89J51p93A
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 15, 2025
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
ম্যাচ শুরুর আগে থার্ড আম্পায়ার একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ব্যাটের বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করেন। যদি কোনো ব্যাটের গেজ পরিমাপে ৬৭ মিমি. (সর্বোচ্চ সীমা) অতিক্রম করে, তাহলে সেটা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে। খেলোয়াড়দের ব্যাট নির্বাচনে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে কিছু খেলোয়াড় ও সমর্থক মনে করছেন, এই নিয়ম খেলোয়াড়দের অনন্য শট খেলায় বাধা সৃষ্টি করতে পারে।
ব্যাট গেজ টেস্টের আওতায় থাকা বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটারের ব্যাট পরীক্ষা করা হয়েছে।
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)– আইপিএলের প্রথম ম্যাচের আগেই তার কয়েকটি ব্যাট পরীক্ষা করা হয় বলে রিপোর্ট আসে তবে আর কোনও ব্যাট বাতিল হয়েছে এমন কোনও খবর এরপর আসেনি।
রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)– রোহিতের পছন্দের ব্যাটের গ্রিপ এবং ওজন নিখুঁতভাবে মাপা হয়েছে। দিল্লি ক্যাপিটলসের বিপক্ষে ম্যাচের আগে তার ব্যাট মাপার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
লিয়াম লিভিংস্টোন (পাঞ্জাব কিংস)– তার বিখ্যাত হেভি-ডিউটি ব্যাট পরীক্ষার সময় কিছুটা বিতর্ক তৈরি করে কিন্তু বাতিল হয়েছে এমন কোনও খবর আসেনি।
রিঙ্কু সিং (কলকাতা নাইট রাইডার্স)– তার ফিনিশিং শটের জন্য ব্যবহৃত বিশেষ ডিজাইনের ব্যাট নজরে আসে তবে সেই ব্যাট আদেও বাতিল হয়েছে কিনা জানা নেয়।
রাশিদ খান (গুজরাত টাইটান্স)– অলরাউন্ডার হিসেবে তার ব্যাটিং ব্যাটও পরীক্ষা করা হয় তবে এরপর বাতিল হয়েছে কিনা সেই রিপোর্ট আসেনি।
আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)– পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচে ১১তম ওভারে আন্দ্রে রাসেল যখন ব্যাট করতে নামেন তখন তার ব্যাট পাস করতে ব্যর্থ হয়। তাঁকে অন্য ব্যাটে ব্যাট করতে মাঠে নামতে হয়।
সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স)– কেকেআরের রান তাড়া শুরু হওয়ার আগে সুনীল নারিনের ব্যাট ওভারসাইজড পাওয়া যায় এবং ব্যাট করতে নামার আগে তাকে সেটা পরিবর্তন করতে বলা হয়।
এনরিখ নর্টজে (কলকাতা নাইট রাইডার্স)– ষোড়শ ওভারে ব্যাট করতে নেমে এনরিখ নর্টজের ব্যাট পরীক্ষায় ব্যর্থ হলে বদলি ব্যাটকে মাঠে নামানো হয়।