PAK vs WI 2nd Test Toss Update and Playing XI: শনিবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টার্নিং উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদের স্পিন ত্রয়ীর সবকটি ২০ উইকেট নিয়ে তিন দিনের ব্যবধানে ১২৭ রানের বিশাল ব্যবধানে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। তবে পাকিস্তান একাদশের একমাত্র ফাস্ট বোলার কাশিফ আলী টেস্ট অভিষেক করেছেন। অধিনায়ক শান মাসুদ কয়েন টসে বলেন যে হোম দল টেস্ট ম্যাচে তার ফাস্ট বোলিং গ্রুপ তৈরি করতে চান। প্রথম টেস্টে মাত্র এক ওভার বোলিং করে বাদ পড়া খুররম শাহজাদের দলে এসেছেন আলী। ৩০ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার আলি গত তিন বছরে ৩১ প্রথম শ্রেণির ম্যাচে ১০১ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দুটি পরিবর্তন করেছে। আহত পেসার জেডেন সিলসের জায়গায় ফাস্ট বোলার কেমার রোচকে নিয়ে আসে। অভিষেক করছেন টপ অর্ডার ব্যাটার আমির জাঙ্গু। PAK vs WI 2nd Test Live Streaming: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখুন ভারতে
মুলতানে টসে জিতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ
🚨 TOSS ALERT 🚨
West Indies win the toss and elect to bat first 🏏 #PAKvWI | #RedBallRumble pic.twitter.com/zLIklXiICJ
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2025
অভিষেক করছেন কাশিফ আলী
Kashif Ali is Pakistan's Test player No. 2️⃣5️⃣9️⃣ 🧢🌟#PAKvWI | #RedBallRumble pic.twitter.com/OFcST4xFTu
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2025
পাকিস্তানের একাদশঃ শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরায়রা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, সাজিদ খান, নোমান আলী, কাশিফ আলী, আবরার আহমেদ।
অভিষেক করলেন আমির জাঙ্গু
A special day for Amir Jangoo, becoming the holder of cap number 342.
All the best Jangs 🙌. #PAKvWI | #MenInMaroon pic.twitter.com/Vr1HKdp8jL
— Windies Cricket (@windiescricket) January 25, 2025
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, আমির জাঙ্গু, কাভেম হজ, অ্যালিক আথানাজে, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ (উইকেটরক্ষক), কেভিন সিনক্লেয়ার, গুডাকেশ মোতি, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।