IPL Tickets GST Rate: স্টেডিয়ামে আইপিএল (IPL) দেখা এখন থেকে লাক্সারি! আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সংশোধিত জিএসটির নিয়ম অনুযায়ী, আইপিএল ম্যাচ এবং এরকম যে কোনও লিগ ম্যাচের টিকিটে এখন থেকে ৪০% জিএসটি বসানো হচ্ছে। আগে এই সব ক্ষেত্রে টিকিটের ২৮% জিএসটি নেওয়া হত। জিএসটির সর্বোচ্চ স্তরের আওতায় আইপিএল টিকিটকে ক্যাসিনো, রেস ক্লাব এবং লাক্সারি আইটেমের তালিকায় রাখা হয়েছে। ফলে দেশের ক্রিকেট প্রেমীদের এখন উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে। যে দেশে ক্রিকেট কোনও ধর্মের চেয়ে কম নয় সেখানে নতুন জিএসটি আইপিএলকে অন্যান্য দামী স্পোর্টস ইভেন্টের তালিকায় টেনে নিয়ে এসেছে। নন-এস্যেনশিয়াল বা লাক্সারি খাতে থাকা আইপিএলকে কিভাবে মাঠে বসে ম্যাচ দেখার অভিজ্ঞতার জন্য তামাকের মতো পণ্যের তালিকায় রাখা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছে অনেক ভক্তরাই। GST 2.0: পুজোর আগে জিএসটির নয়া স্ল্যাব, রান্নাঘর থেকে খাবারদাবার, কোন কোন জিনিস সস্তা হচ্ছে দেখুন
আইপিএল টিকিটের ওপর ৪০% জিএসটিতে ক্ষুন্ন ভক্তরা
India’s government has increased the Goods and Services Tax (GST) on IPL tickets to 40%, placing the cricket league in the same bracket as luxury items such as casinos and betting. Announced during the 56th GST Council meeting, the change will come into effect on 22 September… pic.twitter.com/9cfLoL559x
— Mid Day (@mid_day) September 4, 2025
আইপিএলের টিকিটের দাম কতটা বাড়বে?
আগের জিএসটির নিয়মে যদি ১০০০ টাকার আইপিএল টিকিটের উপর ২৮% জিএসটি ছিল, ফলে মোট টিকিটের দাম পড়ত ১২৮০ টাকা। নতুন জিএসটি স্ল্যাব এখন ৪০% হওয়ায় একই টিকিট এখন ১৪০০ টাকা হবে। অর্থাৎ প্রতি ১০০০ টাকার টিকিটে খরচে ১২০ টাকা বাড়ছে মানে খরচে ১২% বৃদ্ধির সমান।
সবচেয়ে বেশী বিক্রি হওয়া আইপিএল টিকিটের দামের পরিবর্তন
-৫০০ টাকার টিকিট জিএসটি নিয়ে ৬৪০ টাকার বদলে এখন ৭০০ টাকা হবে।
-১০০০ টাকার টিকিট জিএসটি নিয়ে ১২৮০ টাকার বদলে এখন ১৪০০ টাকা হবে।
-২০০০ টাকার টিকিট জিএসটি নিয়ে ২৫৬০ টাকার বদলে এখন ২৮০০ টাকা হবে।