Nirmala Sitharaman (Photo Credit: X)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: পণ্য পরিষেবা কর (GST 2.0) অথবা জিএসটি-তে বড় পরিবর্তন আনা হয়েছে। বুধবার রাতে দেশীয় বাজারে এই বড়সড় পরিবর্তন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। চলতি বছর থেকেই এই নয়া জিএসটি কার্যকর করা হবে গোটা দেশ জুড়ে। এমনই জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারণের (Nirmala Sitharaman) তরফে। নয়া জিএসটি স্ল্যাবে কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন কোন জিনিস সস্তা হচ্ছে দেখে নিন।

জিএসটির নয়া স্ল্যাবে কোন কোন জিনিস সস্তা হচ্ছে

যে কোনও ধরনের পরোটা, রুটি কিংবা চাপাটি কিনতে গেলে যে জিএসটি দিতে হত এতদিন পর্যন্ত ৫% করে, তা এবার সরানো হচ্ছে। অর্থাৎ পরোটা, রুটির ক্ষেত্রে কোনও জিএসটি আপনাকে ভরতে হবে না।

দুধ, ছানা, পনীর, পিৎজ়া ব্রেড কিংবা খাকরার মত জিনিস কিনতে হবে কোনও জিএসটি দিতে হবে না।

ঘি, মাখন, কনডেন্সড মিল্ক, সস, সসেজ, জ্যাম, জেলি, বিস্কুট, চানাচুর অথবা নিমকি জাতীয় খাবার, আইসক্রিম, পেস্ট্রি, কর্নফ্লেক্স যে কোনও ধরনে সিরিয়াল জাতীয় খাবারের ক্ষেত্রে ৫% করে জিএসটি দিতে হবে। এতদিন পর্যন্ত এই জিএসটির পরিমাণ ছিল ১৮% করে এই সমস্ত খাবারে।

সস্তা হচ্ছে চিজ়ও। ১২% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে।

সয়া হচ্ছে সয়াবিন জাতীয় দুধও।

ঘরের জিনিসপত্রের মধ্যে কী কী সস্তা হচ্ছে 

দাঁতের মাজন, ফিডিং বোতল, টেবিলওয়্যার, রান্নাঘরের জিনিসপত্র, বাসনপত্র, বাইসাইকেল, বাঁশের তৈরি আসবাবপত্র সস্তা হচ্ছে।

শ্যাম্পু, ট্যালকম পাওডার, টুথপেস্ট, টুথব্রাশ, ফেস পাউডার, মাথার তেল,  এই সমস্ত জিনিসপত্রও এবার সস্তা হতে শুরু করছে জিএসটির নয়া স্ল্যাব লাগু হতেই।

এসবের পাশাপাশি এয়ার কন্ডিশন, টিভির জিএসটি ২৮ থেকে ১৮% এ নামিয়ে নিয়ে আসা হয়েছে।

স্টেশনারি আইটেম যেমন বই, খাতা, পেন্সিল, রাবার, নোটবুক সব সস্তা হচ্ছে।

হাওয়াই চটি, জুতো, পোশাক এসবওএ সস্তা হচ্ছে। ১২% থেকে ৫% এ নামিয়ে আনা হচ্ছে এই সমস্ত জিনিসের জিএসটি।

বিভিন্ন ধরনের চিকিৎসার সরঞ্জাম সস্তা হচ্ছে। একাধিক জীবনদায়ি ওষুধের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার, গ্লুকোমিটার, ডায়াগনসটিক কিট সব সস্তা হচ্ছে  পণ্য এবং পরিষেবা করের নয়া স্ল্যাব অনুসারে।

যে কোনও ধরনের জীবনবিমা , স্বাস্থ্যবিমা সস্তা হচ্ছে। এসবের ক্ষেত্রে কোনও ধরনের জিএসটি দিতে হবে না বলে জানা যাচ্ছে।

হোটেল এবং বিমানের ভাড়াও সস্তা হচ্ছে। এতদিন পর্যন্ত বিমানের ইকোনমি ক্লাসের জন্য যে জিএসটি দিতে হত, তা কমিয়ে ৫% করা হচ্ছে।

যে কোনও ধরনের গাড়ি সস্তা হচ্ছে।  মোটরসাইকেল থেকে যে কোনও ধরনের ইকোনমি গাড়ি সস্তা হচ্ছে।