পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মোহসিন নাকভির উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে দেশের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াকার ইউনুসকে (Waqar Younis)। ক্রিকবাজের এক রিপোর্টে বলা হয়েছে, ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে নাকভিকে সরাসরি রিপোর্ট করবেন ওয়াকার ইউনিস। পাক এই পেসার ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তান দলের হয়ে ৮৭টি টেস্ট এবং ২৬২টি ওয়ানডে খেলেছেন। ওয়াকার ইউনুস টেস্টে ৩৭৩ ও ওয়ানডেতে ৪১৬ উইকেট নিয়েছেন। কেরিয়ারে ১৭টি টেস্ট ও ৬২টি ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অবসরের পর পাকিস্তান দলের সঙ্গে একাধিকবার কাজ করেছেন তিনি। বোলিং ও সহকারী কোচ হিসেবে পাকিস্তান দলের হয়ে ভালো ফল করতে পারেননি ৫২ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক এখন লাল বল ও সাদা বলের দলে কোচ গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির পাশাপাশি তত্ত্বাবধান করবেন। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির দায়িত্বও পালন করবেন ইউনিস। PCB Denied Babar-Shaheen's NOC: গ্লোবাল টি-২০ কানাডা লিগের এনওসি মিলল না বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের
সম্প্রতি নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে কমিটি থেকে সরিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর মোহসিন নাকভি এই সিদ্ধান্ত নেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয় মেন ইন গ্রিন। ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াকার ইউনুস ঘরোয়া ক্রিকেট, হাই-পারফরম্যান্স সেন্টার এবং কিউরেটরদেরও তত্ত্বাবধান করতে পারেন। প্রশাসন, অবকাঠামো ও বাণিজ্যিক বিষয়ে মনোনিবেশ করার জন্য পিসিবি চেয়ারম্যানকে মুক্ত করতে ইউনিসকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের ব্যস্ত সূচি রয়েছে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে মরসুম শুরু করবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে টুর্নামেন্ট খেলতে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোহসিন নাকভি ও ওয়াকার ইউনিসকে সামনে চ্যালেঞ্জ হবে পাকিস্তানে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিশ্চিত করা।